সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছ থেকে এখনো উদ্ধার করা যায়নি আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড। বিকল্পভাবে পেজ ও ইউটিউব চ্যানেল উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন।
সম্প্রতি সময় সংবাদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তথ্যপ্রযুক্তি সচিব।
তিনি বলেন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু এখনও পাসওয়ার্ড উদ্ধার করা সম্ভব হয়নি। এখন প্রযুক্তি ব্যবহার করে পাসওয়ার্ড উদ্ধারের চেষ্টা করা হবে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট থেকে বন্ধ রয়েছে তথ্যপ্রযুক্তি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল।
এদিকে, সমালোচনার মুখে সংশোধন করা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) প্রকল্প মূল্যায়ন কমিটি। সামসুল আরেফিন জানিয়েছেন, এ কমিটির আকার ৯ থেকে ১২ জনে উন্নীত করা হচ্ছে। নতুন করে যুক্ত হচ্ছেন একজন করে প্রযুক্তি, নিরীক্ষা এবং ক্রয় বিশেষজ্ঞ।
তিনি বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) বা অন্যান্য যেসব প্রতিষ্ঠানের কাছে প্রযুক্তি বিশেষজ্ঞ আছে, তাদের কাছ থেকে নামের তালিকা চাওয়া হয়েছে। তালিকা পেলে কমিটিতে বিশেষজ্ঞ যুক্ত করে দ্রুত কার্যক্রম শুরু করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post