সম্প্রতি ওমান সুপ্রিম কমিটির প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন আইনের কারণে চরম দুর্ভোগে পড়েন অনেক ওমান প্রবাসী। ৭ দিনের হোটেলে কোয়ারেন্টাইনের জন্য প্রায় অতিরিক্ত ৩০ হাজার টাকা খরচ বহন করতে হতো একজন প্রবাসীকে।
তবে বৃহস্পতিবার (১৮-ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দেশটির সরকারী যোগাযোগ কেন্দ্র (জিসি) জানিয়েছে, এখন থেকে ওমানের কোনো বেসরকারি কোম্পানি চাইলে তাদের শ্রমিকদের জন্য সুপ্রিম কমিটির শর্ত মেনে নিজস্ব কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে পারবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলি নিম্নলিখিত শর্ত অনুযায়ী তাদের কর্মচারীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টানের জন্য আবাসন ব্যবস্থা করতে পারবে:
১. স্বাস্থ্য মন্ত্রণালয় জারি করা একক কামরা বিশিষ্ট রুমে সাত দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে হবে।
২. সকল কোয়ারেন্টাইনে থাকা কর্মীদের খাবারের জন্য ক্যাটারিং পরিষেবা সরবরাহ করতে হবে।
৩. লন্ড্রি পরিষেবা সরবরাহ করতে হবে।
৪. ওমানি পরিবহন সংস্থা মাওয়াসালাত বা অন্য যে কোনও সংস্থার সাথে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসা শ্রমিককে কোম্পানির কোয়ারেন্টাইন স্থানে নিয়ে আসার জন্য পরিবহন চুক্তি করতে হবে।
৫. দ্বিতীয় পিসিআর পরীক্ষার জন্য কোম্পানিকে একটি নিদিষ্ট স্থান বরাদ্দ করতে হবে।
৬. কোয়ারেন্টাইনের কক্ষগুলোর সঠিক তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রদান করতে হবে।
৭. কোয়ারেন্টাইনের ঘরটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও সঠিক বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে।
৮. কোয়ারেন্টাইন স্থানে জরুরি পরিস্থিতিতে পরিবহন ব্যবস্থা সরবরাহ করতে হবে।
৯. সতর্কতামূলক স্যানিটারি সরঞ্জাম সরবরাহ করতে হবে।
আরো পড়ুনঃ
ওমানের সুরে চাকরীর সুযোগ
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
কুয়েতে ২১ ফেব্রুয়ারি থেকে ফ্লাইট চালু
ওমানে সম্পূর্ণ চালু অবস্থায় বিক্রি হবে একটি সুপার মার্কেট
হাজার কোটি ডলার ব্যয়ে অত্যাধুনিক শহর বানাচ্ছে সৌদি আরব
১২. কোয়ারেন্টাইনের স্থানের প্রধান প্রবেশ পথে ক্যামেরা স্থাপন করতে হবে।
১৩. কোম্পানিকে কোয়ারেন্টাইনে জন্য অবশ্যই ত্রাণ ও সামাজিক উন্নয়ন অধিদফতরের কাছে অনুমোদনের জন্য একটি আবেদন জমা দিতে হবে।
১৪. মাঠ পরিদর্শন শেষে রয়্যাল ওমান পুলিশ, মেডিকেল রেসপন্স সেক্টর, জনস্বাস্থ্য, এবং ত্রাণ ও আশ্রয় কেন্দ্র অনুমোদন দিবে।
১৫. সকল অনুমোদন দেওয়ার পর সেই প্রতিষ্ঠানকে কোয়ারেন্টাইনের স্থান হিসেবে বিবেচনা করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post