২৩৯ যাত্রীসহ নিখোঁজ হওয়ার এক দশক পর মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ ৩৭০ উড়োজাহজের রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন অস্ট্রেলিয়ান বিজ্ঞানী ও গবেষক ভিনসেন্ট লিন।
এনডিটিভি জানিয়েছে, ইচ্ছা করেই এমএইচ ৩৭০ উড়োজাহজকে গায়েব করা হয়েছিল দাবি করে লিঙ্কডইনে একটি পোস্টের মাধ্যমে ভিনসেন্ট লিন জানান, নিখোঁজ উড়োজাহজের লুকিয়ে থাকার জায়গা আবিষ্কার করেছেন তিনি।
অস্ট্রেলিয়ান বিজ্ঞানী জানান, ভারত মহাসাগরে ২০ হাজার ফুট গভীর গর্ত ব্রোকেন রিজে উড়োজাহজটি থাকতে পারে। সেটাকে ইচ্ছাকৃতভাবে ব্রোকেন রিজের গভীরে টেনে নিয়ে যাওয়া হয়। অবিলম্বে এই জায়গায় তল্লাশির দাবিও জানান তিনি।
ব্রোকেন রিজের পূর্ব প্রান্ত অত্যন্ত রুক্ষ এবং বিপজ্জনক। অত্যন্ত খাড়াই পাথুরে দেওয়াল দিয়ে ঘেরা সংকীর্ণ সেই গর্ত পলি দিয়ে ভর্তি। সেখানেই থাকতে পারে নিখোঁজ এমএইচ ৩৭০। আর এমনই দাবি ভিনসেন্ট লিনের।
২০১৪ সালের ৮ মার্চ রাত ১২টা ৪১ মিনিটে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রু নিয়ে বেজিংয়ের উদ্দেশে উড়ে যায় এমএইচ৩৭০। ১ ঘণ্টা পরই নিয়ন্ত্রণ কক্ষের সাথে সমস্ত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এর।
উধাও হওয়ার আগে উড়োজাহাজটি থেকে কোন বিপদসঙ্কেত বা বার্তা আসেনি। বহু তল্লাশির পরেও খোঁজ মেলেনি সেটির। ২০১৭ সালের জানুয়ারিতে এই সংক্রান্ত সমস্ত অনুসন্ধান বন্ধ করে দেওয়া হয়।
প্রায় ১০ বছর পরে মালয়েশিয়া এয়ারলাইন্সের এই উড়োজাহাজের ধ্বংসাবশেষ ভারত মহাসাগর থেকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়। কিন্তু পরবর্তীকালে সেগুলো ওই উড়োজাহাজের অংশ নয় বলেই প্রমাণিত হয়।
উড়োজাহাজটির খোঁজে ভারত মহাসাগরের বিস্তীর্ণ এলাকা জুড়ে চিরুনি তল্লাশি চলে। বারবারই শূন্য হাতে ফিরতে হয়েছে অনুসন্ধানকারীদের। অধরাই রয়ে গিয়েছে এমএইচ ৩৭০ রহস্য। যাত্রীসহ কেবল হাওয়ায় মিলিয়ে গেল এটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post