মাঝ আকাশে বিকল একটি ইঞ্জিন। বিমানবন্দরে জরুরি অবতরণ করল বেঙ্গালুরুগামী ইন্ডিগো ৬ই ৫৭৩ বিমান। বিমানটিতে ১৬৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু মেম্বার ছিলেন। তাঁরা প্রত্যেকেই সুস্থ রয়েছেন। শুক্রবার রাত সাড়ে দশটা উড়ে যায় বিমানটি কিছুক্ষণ পরেই কলকাতা বিমানবন্দরেই ফিরে আসে।
শুক্রবার রাতে কলকাতা বিমানবন্দর থেকে উড়ে যায় ইন্ডগোর বিমানটি। আকাশে ভাসার পর পাইলট বুঝতে পারেন ডানদিকের একটি ইঞ্জিন কাজ করছে না। সমস্যা বুঝতে পেরেই দেরি করেননি পাইলট যোগাযোগ করেন কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। ঘটনার বিবরণ দিয়ে জরুরি অবতরণের অনুমতি চান তিনি। অনুমতি দিতে দেরি করেনি ট্র্যাফিক কন্ট্রোল।
তারপরই অবরতন করেন পাইলট। ততক্ষণে জরুরিকালীন তৈরি দমকলের কর্মী থেকে ইঞ্জিনিয়াররা। বিমানে আগুন লাগার কথা মাথায় রেখে দমকল কর্মীদের প্রস্তুত রাখা হয়। তবে দুর্ঘটনা কিছু ঘটেনি। বিমানটির সফল অবতরণের পর তড়িঘড়ি বার করে আনা হয় যাত্রীদের। ইঞ্জিনিয়াররা ইঞ্জিন মেরামতির কাজে নামেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post