ওমানে মহামারী করোনায় আজ কমেছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। সেইসাথে বেড়েছে সুস্থ রোগীর সংখ্যাও। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার (১৮-ফেব্রুয়ারি) নতুন আক্রান্তের সংখ্যা ২৮৮ জন এবং মৃতের সংখ্যা শূন্যের কোঠায়। নতুন সুস্থ হয়েছেন ৩৩২ জন।
দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৪৯৪ জন এবং মোট সুস্থের সংখ্যা ১ লাখ ২০ হাজার ৮৪ জন। মোট মৃতের সংখ্যা ১ হাজার ৫৪৯ জন। দেশটিতে মোট সুস্থতার সূচক গত ৭ দিন যাবত অপরিবর্তিত অবস্থায় ৯৪. শতাংশ রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২৪ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ১৫৫ জন। যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন ৫৬ জন।
এদিকে মহামারী করোনার নতুন সংক্রমণ থেকে দেশকে রক্ষা করতে বেশ কড়াকড়ি আরোপ করেছে ওমান সরকার। দেশটির সুপ্রিম কমিটির ঘোষণা অনুযায়ী করোনা আইন লঙ্ঘনে মোটা অংকের জরিমানা আরোপ করা হয়েছে। যা নিম্নে তুলে ধরা হইলো:
১, কেউ করোনা পরীক্ষা না করালে ২০০ রিয়াল জরিমানা।
২, হোম/প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন আইন লঙ্ঘনে ২০০ রিয়াল জরিমানা।
৩, সুপ্রিম কমিটির নির্দেশনা অমান্য করে বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলা রাখলে ৩০০ রিয়াল জরিমানা।
৪, জন সমাগম হয় এমন কোনো অনুষ্ঠানের আয়োজন করলে ১৫০০ রিয়াল জরিমানা।
আরো পড়ুনঃ
ওমানের সুরে চাকরীর সুযোগ
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
কুয়েতে ২১ ফেব্রুয়ারি থেকে ফ্লাইট চালু
ওমানে সম্পূর্ণ চালু অবস্থায় বিক্রি হবে একটি সুপার মার্কেট
মিথ্যা সংবাদ প্রকাশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে ওমান
৫, কোনো জনসমাগমে হাজির হলে ১০০ রিয়াল জরিমানা।
৬, পাবলিক প্লেসে মাস্ক পরিধান না করলে ১০০ রিয়াল জরিমানা।
৭, সুপ্রিম কমিটির আইন লঙ্ঘন করে প্রতিষ্ঠান পরিচালনা করলে ১৫০০ রিয়াল জরিমানা এবং এক মাসের জন্য প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা।
৮, রেস্তোরা এবং ক্যাফের জন্য সুপ্রিম কমিটির যে নির্দেশনা দেওয়া আছে, তা অমান্য করলে ১০০০ রিয়াল জরিমানা এবং এক মাসের জন্য দোকান বন্ধ ঘোষণা।
৯, করোনা ট্র্যাকিং ব্রেসলেট খুলে ফেললে অথবা নষ্ট করলে ৩০০ রিয়াল জরিমানা।
১০, অন্যান্য করোনা আইন লঙ্ঘনে ১০০ রিয়ালের জরিমানা নির্ধারণ করেছে দেশটির সুপ্রিম কমিটি।
মহামারী করোনার নতুন সংক্রমণ থেকে রক্ষা পেতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে ওমান সরকার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post