আরব সাগরে গভীর নিম্নচাপ দেখা দিয়েছে। আগামীকাল শুক্রবার সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (আইএমডি)।
আইএমডির পূর্বাভাসে আরও বলা হয়েছে, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার পর সেটি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাট এবং পাকিস্তানের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধের উপকূলে আঘাত হানবে। ইতোমধ্যে এ বিষয়ক সতর্কতা জারি করেছে দুই দেশের আবহাওয়া দপ্তর।
এদিকে নিম্নচাপের প্রভাবে গুজরাটের বিভিন্ন উপকূলীয় এলাকায় গত প্রায় দু’দিন ধরে চলছে ব্যাপক বর্ষণ। ভারী ও টানা বর্ষণের কারণে নদী-নালা ও অন্যান্য জলাশয়ের পানি বেড়ে বন্যা দেখা দিয়েছে অনেক জায়গায়। বন্যায় ইতোমধ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এছাড়া বৃষ্টি ও ঝড়ো আবহাওয়ার কারণে অনেক এলাকা বিদ্যুৎবিহীনও হয়ে পড়েছে। গুজরাটের উপকূলীয় শহর জামনগরের বাসিন্দা প্রভু রাম সোনি রয়টার্সকে জানিয়েছেন, গত দু’দিন ধরে তার এলাকায় বিদ্যুৎ নেই।
“আবহাওয়া পরিস্থিতি এবং বিদ্যুৎহীনতার কারণে ব্যক্তিগতভাবে আমি খুব বিপদে পড়েছি। আমার আট বছর বয়সী একটি মেয়ে আছে, যে একজন হাঁপানির রোগী এবং আমার মাকে নিয়মিত অক্সিজেন দিতে হয়,” রয়টার্সকে বলেন প্রভু রাম সোনি।
প্রসঙ্গত, জামনগর গুজরাটের অন্যতম শিল্পনগরী। বিশ্বের সবচেয়ে বড় তেল পরিশোধনাগার এই শহরটিতেই অবস্থিত। এই পরিশোধানাগারটির মালিক ভারতের ধনকুবের মুকেশ আম্বানি।
জামনগর ছাড়াও গুজরাটের ভারুচ, কুচ ও সুরাট জেলায় ভারী বর্ষণ হচ্ছে বলে জানা গেছে।
এদিকে পাকিস্তানের আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার এক পূর্বাভাসে সিন্ধের প্রাদেশিক সরকারকে ঝড় মোকাবিলার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে। সিন্ধের বিভিন্ন জেলায় ব্যাপক বর্ষণ হচ্ছে বলেও জানা গেছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, বর্ষণের কারণে ঝড় আসার আগেই সিন্ধের কয়েকটি স্থানে আকস্মিক বন্যা দেখা দিতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post