কাতারে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। রমজানের শুরু থেকে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। দেশটিতে চার বাংলাদেশিসহ মারা গেছেন ১২ জন। তাদের মধ্যে একজন কাতারের নাগরিক, বাকিরা অভিবাসী।
[the_ad id=”652″]
জনসংখ্যার অনুপাতে আক্রান্তের সংখ্যা বেশি হওয়ায় চরম আতঙ্কে আছেন প্রবাসী বাংলাদেশিরা। সোমবার (০৪ মে) নতুন করে আরও ৬৪০ জনসহ দেশটিতে মোট ১৬ হাজার ১৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত এক লাখ ছয় হাজারের বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। এক হাজার ৮১০ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
আরও পড়ুনঃ বিশ্বে মানব উন্নয়নে আরও একধাপ এগুলো ওমান
গত ২৯ ফেব্রুয়ারি এক ইরানফেরত কাতারি নাগরিকের শরীরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে আক্রান্তদের মধ্যে বাংলাদেশিরা তৃতীয় অবস্থানে আছে বলে জানিয়েছে কাতার হেলথ অথোরিটি। হেলথ অথোরিটির তথ্য অনুযায়ী ৩২ ভাগ ভারতীয়, ২০ ভাগ নেপালি, ১৮ ভাগ বাংলাদেশি, ৬ ভাগ কাতারিসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। ২৫ লাখ মানুষের ছোট দেশটিতে অধিক সংখ্যক আক্রান্ত হওয়ায় চরম আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা।
https://www.youtube.com/watch?v=_2LZqIFmTp4
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post