সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণের বড় একটি চালান জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দারা। এ সময় আটক করা হয়েছে একজনকে।
বুধবার সকাল আটটায় শারজাহ এয়ারপোর্ট থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটের (বিজি-২৫২) এক যাত্রীর দুটি লাগেজ তল্লাশি করে ১০৫টি স্বর্ণের বারসহ পেস্টের চাকা জব্দ করা হয়।
জব্দ করা স্বর্ণের ওজন ১৫ কেজির বেশি এবং বাজারমূল্য ১৬ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এনএসআই ও শুল্ক গোয়েন্দা সূত্র জানিয়েছে, শারজাহ থেকে আসা ফ্লাইটে অবৈধ স্বর্ণের চালান আসবে এমন তথ্যের ভিত্তিতে তারা নজরদারি বৃদ্ধি করে। এরপর সিভিল এভিয়েশনের সহায়তায় তল্লাশি চালিয়ে স্বর্ণের চোরাচালান জব্দ করা হয়।
আটক যুবকের নাম হোসাইন আহমদ। তার বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াক্কুল বাজার এলাকার।
জব্দ করা স্বর্ণের মধ্যে রয়েছে- ১০৫ টি বিস্কুট। এগুলো ৩৫ টি করে তিনটি কফি মেকারে আনা হয়। ১০৫টি স্বর্ণের বারের ওজন ১২ কেজি ২৮৫ গ্রাম। এছাড়া ড্রিল মেশিনে ভেতর আনা হয় চারটি স্বর্ণের পেস্ট, যেগুলোর ওজন তিন কেজি ৭১০ গ্রাম।
স্বর্ণের বিস্কুটের পরীক্ষা নিশ্চিত হওয়ার পর পেষ্টকৃত স্বর্ণ নিশ্চিত করার পরীক্ষা চালায় জেলা স্বর্ণ মালিক সমিতি। এসময় পেস্টের ওপরে পারদের প্রলেপ সরিয়ে বাকি ৩ কেজি স্বর্ণের পরীক্ষা করে নিশ্চিত করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post