কোনো ভাবেই লাগাম টানা যাচ্ছেনা ওমানের করোনা মহামারীর। দেশটিতে দিনদিন বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার (১৬-ফেব্রুয়ারি) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ৩৩৭ জন, যা গতকালের তুলনায় ৫১ জন বেশি।
দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ৯২৯ জন এবং মোট সুস্থের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৫৪৩ জন। নতুন ১ জনের মৃত সহ মোট মৃতের সংখ্যা ১ হাজার ৫৪৪ জন। দেশটিতে মোট সুস্থতার সূচক গত ৫ দিন যাবত অপরিবর্তিত অবস্থায় ৯৪. শতাংশ রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২৮ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ১৪১ জন। যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন ৪২ জন।
আরো পড়ুনঃ
ওমানের সুরে চাকরীর সুযোগ
ওমানে মাত্র ৯৯ রিয়ালে কোয়ারেন্টাইন প্যাকেজ!
ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশী নিহ’ত
ওমানে সম্পূর্ণ চালু অবস্থায় বিক্রি হবে একটি সুপার মার্কেট
মরুভূমিতে পথ হারিয়ে এক পরিবারের ৮ জনের মর্মান্তিক মৃত্যু
মিথ্যা সংবাদ প্রকাশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে ওমান
গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ হয়েছেন ২৫২ জন রোগী। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই ওমানের বেশকিছু অঞ্চল লকডাউন ঘোষণা করা হয়েছে। সেইসাথে ওমানের সমুদ্র সৈকত বন্ধ সহ নানা পদক্ষেপ হাতে নিয়েছে ওমানের সুপ্রিম কমিটি।
মহামারী করোনার নতুন সংক্রমণ থেকে রক্ষা পেতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে ওমান সরকার।
এদিকে আজথেকে নতুন একটি টোল ফ্রি নাম্বার চালু করেছে রয়্যাল ওমান পুলিশ। ওমানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সুপ্রিম কমিটির আইন লঙ্ঘন করলে নাগরিক এবং প্রবাসীদের ১০৯৯ নাম্বারে অভিযোগ দিতে বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post