সশস্ত্র বাহিনীর সঙ্গে খেলতে আসবেন না। সেনাবাহিনী দেশের গর্ব। এটিকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে নানান গুজব ছড়ানো হচ্ছে। বাহিনী এখন অনেক সুসংহত। বাহিনী ঘৃণাভরে এসব প্রত্যাখ্যান করেছে। পুরো চেইন অব কমান্ড সবাই-ই সতর্ক৷ সেনাবাহিনী সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল।
এসব প্রচারণায় কিছুই হবে না বাহিনীর। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে আর্মি এভিয়েশন গ্রুপে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, মিথ্যা ও বানোয়াট তথ্য দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান জেনারেল আজিজ আহমেদ।
বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, আল-জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। তিনি আরো বলেন, সেনাবাহিনী নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে। সবাইকে সতর্ক থাকতে হবে। চক্রান্তকারীদের উদ্দেশ্য কোনোভাবেই সফল হবে না বলেও জানান জেনারেল আজিজ আহমেদ।
সেনাপ্রধান বলেন, পরিবারের সদস্যরা অব্যাহতি পাওয়ার পরই ভাইয়েরা এসেছিল। আমরা সংবাদ সম্মেলনে সব বলবো। সেনাবাহিনীর ভাবমূর্তি বজায় রাখতে কি করতে হবে সে ব্যাপারে আমি ওয়াকিবহাল। আল-জাজিরা যা করেছে সেটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।
বিভিন্ন দেশে ভ্রমণের সময় চিত্রধারণ প্রসঙ্গ তিনি বলেন, পারিবারিক কাজে অফিশিয়াল প্রটোকল ব্যবহার করিনি। সে সময়ই এমন কাজগুলো উদ্দেশ্যমূলকভাবে এসবের চিত্রধারণ করা হয়েছে।
সেনাপ্রধানকে হেয় করার মানে প্রধানমন্ত্রীকে হেয় করা। আমার কারণে সেনাবাহিনী ও সরকার যাতে বিব্রত না হয়। সে ব্যাপারে আমি পূর্ণ সচেতন। তারা কাটপিস দিয়ে এসব বানিয়েছে।
এদিকে বিনা লিগ্যাল নোটিশে বাংলাদেশে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার সম্প্রচার বন্ধের পক্ষে মত দেননি ৬ অ্যামিকাস কিউরি। সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ডিভিশন বেঞ্চে দেশে গণমাধ্যমটির সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে দায়েরকৃত রিটের উপর শুনানি অনুষ্ঠিত হয়।
এসময় অ্যামিকাস কিউরিরা বক্তব্য রাখেন। এদের মধ্যে ৪ জন অ্যামিকাস কিউরি আদালতকে বলেছেন, লিগ্যাল নোটিশ না দিয়ে দায়েরকৃত এ রিট গ্রহণযোগ্য নয়।
তারা বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ৮ ধারা অনুযায়ী- শুরুতে বিটিআরসি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারতো। কিন্তু সেটা করা হয়নি। শুনানিতে অংশ নেয়া অ্যামিকাস কিউরিদের মধ্যে এ জে মোহম্মদ আলী, কামালুল আলম, ফিদা এম কামাল, প্রবীর নিয়োগী, ড. শাহদীন মালিক ও আবদুল মতিন খসরুর মধ্যে কেউই গণমাধ্যমটি বন্ধের পক্ষে মত দেননি।
সিনিয়র আইনজীবী ফিদা কামাল আদালতে বলেন, আল জাজিরার সম্প্রচার বন্ধে এই রিট পিটিশনটি নিয়ম অনুযায়ী করা হয়নি। এটা কোর্টকে এন্টারটেইন করতে পারেনি। অপর সিনিয়র আইনজীবী প্রবির নিয়োগী বলেন, আল জাজিরার সম্প্রচার বন্ধে এই রিট পিটিশনটি মেইনটেইনেবল না।
দু’জন আদালত চাইলে নির্দেশনা দিতে পারেন উল্লেখ করলেও রিটের মেরিটের বিষয়টি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। পরে আগামী বুধবার (১৭ ফেব্রুয়ারি) পর্যন্ত শুনানি মুলতবি করেন আদালত।
আরো পড়ুনঃ
ওমানের সুরে চাকরীর সুযোগ
ওমানে মাত্র ৯৯ রিয়ালে কোয়ারেন্টাইন প্যাকেজ!
ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশী নিহ’ত
ওমানে সম্পূর্ণ চালু অবস্থায় বিক্রি হবে একটি সুপার মার্কেট
মরুভূমিতে পথ হারিয়ে এক পরিবারের ৮ জনের মর্মান্তিক মৃত্যু
মিথ্যা সংবাদ প্রকাশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে ওমান
উল্লেখ্য, কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদনের জেরে গত ৮ ফেব্রুয়ারি বাংলাদেশে গণমাধ্যমটির সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী ব্যারিস্টার এনামুল কবির ইমন।
রিটে ওই টিভি চ্যানেলের ভিডিও ও লিঙ্ক ইউটিউবসহ সকল ধরনের সামাজিক যোগাযোগ ও অনলাইন মাধ্যম থেকে অপসারণের নির্দেশনা চাওয়া হয়। রিটে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশের আইজিসহ সংশ্লিষ্টদেরকে বিবাদী করা হয়েছিল। গত ১০ ফেব্রুয়ারি আদালত ৬ অ্যামিকাস কিউরির মতামতের জন্য ১৫ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post