ওমানের সুলতান হাইথাম বিন তারেকের কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজানুর রহমান। সোমবার (১৫-ফেব্রুয়ারি) ওমানের রাজপ্রাসাদ আল বারাকা প্যালেসে বাংলাদেশসহ বন্ধুত্বপূর্ণ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত সরাসরি সুলতানের সামনে তাদের পরিচয়পত্র তুলে ধরেন।
আজ ওমান নিউজ এজেন্সির অনলাইনে জারী করা এক বিবৃতিতে বলা হয়েছে, ওমানে নিযুক্ত ৭টি বন্ধুত্বপূর্ণ দেশের রাষ্ট্রদূতদের প্রশংসাপত্র গ্রহণ করেন ওমানের সুলতান। এ সময় রাষ্ট্রদূতদের সঙ্গে ভিন্ন ভিন্ন বৈঠক করেন সুলতান। রাষ্ট্রদূতরা সুলতানের নেতৃত্বের প্রশংসা করেন এবং তার সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘজীবী কামনা করেন।
আরো পড়ুনঃ
ওমানের সুরে চাকরীর সুযোগ
ওমানে মাত্র ৯৯ রিয়ালে কোয়ারেন্টাইন প্যাকেজ!
ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশী নিহ’ত
ওমানে সম্পূর্ণ চালু অবস্থায় বিক্রি হবে একটি সুপার মার্কেট
মরুভূমিতে পথ হারিয়ে এক পরিবারের ৮ জনের মর্মান্তিক মৃত্যু
মিথ্যা সংবাদ প্রকাশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে ওমান
নিজ নিজ দেশের নেতাদের শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেন সুলতানের হাতে। রাষ্ট্রদূতরা সুলতানের সামনে তাদের প্রমাণ-পত্রাদি উপস্থাপন করে নিজ নিজ দেশের সঙ্গে ওমানের সম্পর্ক উন্নয়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
সুলতানও রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে তাদের নেতাদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ প্রকাশ করেন। সেইসাথে ওমানে দায়িত্ব পালনে তাদের জন্য সরকারের পক্ষথেকে সর্বাত্মক সমর্থন পাবে বলে জানান সুলতান হাইথাম বিন তারেক।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post