সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় দুদকের সকল কর্মকর্তাদের একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‘দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে রোববার (২৪ আগস্ট) সকল কর্মকর্তারা ত্রাণ তহবিলে ওই অর্থ জমা করা হবে। সংগঠনটির সাবেক সভাপতি ও দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান এসব তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে ডুসার সভাপতি মো. নাজমুচ্ছায়াদাৎ ও সাধারণ সম্পাদক জাহিদ কালাম বলেন, দেশের এই দুর্যোগের মুহূর্তে আমরা জনগণের পাশে থাকতে অঙ্গীকারাবদ্ধ। দুদক কর্মচারীরা দেশ সেবায় নিয়োজিত। তারই অংশ হিসেবে বন্যা দুর্গতদের পাশে থাকবে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন। দুর্যোগময় পরিস্থিতিতে দুর্নীতি দমনের পাশাপাশি আমরা মানবিক দায়িত্বও পালন করবো।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post