জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, আমি স্বতন্ত্রভাবে নির্বাচন করেছি কারণ আমি দেশের মানুষকে দেখাতে চেয়েছিলাম আওয়ামী লীগ এককেন্দ্রিক নির্বাচন করে। তারা সুষ্ঠু নির্বাচন করবে না।
পরে ভোটের দিন সকালেই ভোট বর্জন করেছিলাম। কারণ আমার ওপর হামলা করা হয়েছিল। তাৎক্ষণিক গণমাধ্যমের সামনে আমি ভোট বর্জনের ঘোষণা দেই।
আরাফাতকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাকে (আরাফাত) আমার কাছে রোহিঙ্গা মনে হয়। তার চলাফেরা আচার-আচরণ একেবারে গুন্ডা স্টাইলের তার মতো একটা বেয়াদবকে কিভাবে মন্ত্রী বানানো হলো তাও আবার তথ্য প্রতিমন্ত্রী।
জনতার অধিকার পার্টির চেয়ারম্যান বলেন, নির্বাচনে আমার যে অর্থ ব্যয় হয়েছে, সেই ক্ষতিপূরণের জন্য আমি আইনি ব্যবস্থা গ্রহণ করব। প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমি আবেদন করব এবং আদালতে মামলা করব।
আরাফাতকে যে ধরিয়ে দিতে পারবে, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে পারবে আমি তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেব এবং তার সঙ্গে তার পরিবারকে ৭ দিনের জন্য কক্সবাজারে ট্যুর ফ্রি করে দেব।
এর আগে, গত ২০ আগস্ট রংপুরে সবজী বিক্রেতা নিহতের ঘটনায় আরাফাতকে আসামি করে মামলা করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post