সৌদি আরবের প্রভাবশালী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে নিজের বাবা বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের স্বাক্ষর জাল করেছিলেন। আজ সোমবার (১৯ আগস্ট) সংবাদমাধ্যম বিবিসি’তে প্রকাশিত এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন সাবেক সৌদি কর্মকর্তা সাদ আল-জাবরি।
সাক্ষাৎকারে আল-জাবরি বলেন, বাদশাহ সালমানের পরিবর্তে ক্রাউন প্রিন্স নিজে রাজ আদেশে স্বাক্ষর করে যুদ্ধ ঘোষণা করেছেন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য কর্মকর্তা তা নিশ্চিত করেছেন। সামরিক হস্তক্ষেপ অনুমোদন করে রাজ আদেশ থাকার বিষয়টি জানতে পেরে আমরা হতবাক হয়েছিলাম।’
২০১৫ সালে ইয়েমেনের শিয়া মুসলিম সংখ্যালঘু গোষ্ঠী হুতিরা দেশের রাজধানী সানা দখল করে নেয় এবং সৌদি আরব সমর্থিত সরকার প্রধান আব্দ রাব্বু মনসুর আল হাদিকে ক্ষমতাচ্যুত করে। এই ঘটনা ইয়েমেনে একটি গৃহযুদ্ধের সূত্রপাত ঘটায়।
ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সুন্নি অধ্যুষিত আরব দেশগুলোর মধ্যে সৌদি আরবের নেতৃত্বে একটি সামরিক জোট গঠিত হয়। এই জোট ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে।
জানা গেছে, সৌদি গোয়েন্দা সংস্থার সাবেক এই কর্মকর্তা বর্তমানে কানাডায় নির্বাসনে আছেন। তার সন্তানদের কারাবন্দি করাকে কেন্দ্র করে দেশের সঙ্গে তার বহু বছর ধরেই তিক্ত সম্পর্ক চলছে। তাকে দেশে ফিরিয়ে নেয়ার কৌশল হিসেবেই সন্তানদের আটক করা হয়েছে বলে মনে করেন আল-জাবরি।
তিনি বিবিসিকে আরো বলেন, ‘সৌদি যুবরাজ নিজের বাবার স্বাক্ষর জাল করেছিলেন। তখন বাদশাহর মানসিক অবস্থা ক্রমান্বয়ে অবনতি হচ্ছিল।’ তবে গুরুতর এ অভিযোগের বিষয়ে কোনও মন্তব্য করেনি সৌদি আরব। দেশটি ওই কর্মকর্তাকে একজন ‘নিন্দিত সাবেক সরকারি কর্মকর্তা’ বলে অভিহিত করেছে।
এর আগে, ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে সৌদি আরবের যুদ্ধে এখন পর্যন্ত ১ লাখ ৫০ হাজারের বেশি প্রাণহানি হয়েছে।
এ যুদ্ধের ফলে ইয়েমেনে একটি ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হওয়াসহ লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ে, খাদ্য ও ওষুধের সংকট দেখা দেয় এবং রোগব্যাধি ছড়িয়ে পড়েছে। যুদ্ধ শুরুর সময়ে ক্রাউন প্রিন্স সালমান সৌদির প্রতিরক্ষামন্ত্রী পদে ছিলেন।
এদিকে, ইসরাইল-ফিলিস্তিন সংঘর্ষের প্রেক্ষাপটে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েলের বাণিজ্যিক নৌযানে হামলা চালিয়ে আসছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post