সারডা সোসাইটির পক্ষ থেকে হাইকোর্টে দায়ের করা একটি রিটে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।রিটে ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে দায়ী করা হয়েছে।
একইসঙ্গে দেশে সংস্কার আনতে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বাড়ানো, দুর্নীতির টাকা ফেরত আনা এবং অনিয়মিত নিয়োগ বাতিলের দাবি জানানো হয়েছে।
মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া আজ সোমবার (১৯ আগস্ট) একটি গুরুত্বপূর্ণ রিট দায়ের করেছেন। এই রিটে তিনি দাবি করেছেন যে, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে শেখ হাসিনার নাম ব্যবহার করা হচ্ছে, যা নিরপেক্ষতা ও সুশাসনের বিরোধী। তিনি এই প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনেরও দাবি জানিয়েছেন।
এছাড়া, রিটে দেশ সংস্কারের লক্ষ্যে সরকারের মেয়াদ কমপক্ষে তিন বছরের হওয়া জরুরি বলে মনে করা হয়েছে। এছাড়া, বিদেশে পাচার হওয়া প্রায় এক হাজার এক লাখ কোটি টাকা দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। পাশাপাশি, আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি করার দাবিও উঠেছে।
এদিকে, রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটের এই বিষয়গুলোতে রুল ও আদেশ চেয়েছেন। বিচারপতি কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post