আসিফ নজরুলকে অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়ে তিনি আজ সোমবার সকালে প্রথমবারের মতো মন্ত্রণালয়ে কর্মসূচি শুরু করেছেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তরা জানান, নতুন দায়িত্ব পাওয়ার পর প্রবাসী কল্যাণ উপদেষ্টা আজ সকাল পৌনে ১০টায় প্রথম অফিস করেন। প্রায় পৌনে এক ঘণ্টা অফিসে অবস্থান করেন। এ সময় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা।
মন্ত্রণালয়ে পৌঁছে আসিফ নজরুল প্রায় এক ঘন্টা অবস্থান করে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। আগামী সপ্তাহে তিনি মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তরের প্রধান এবং গুরুত্বপূর্ণ উইংয়ের কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করবেন।
এই বৈঠকের মাধ্যমে তিনি মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবেন এবং ভবিষ্যতে মন্ত্রণালয়কে আরও কার্যকর করার জন্য কিছু পরিকল্পনা গ্রহণ করবেন।
এর আগে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যে, সরকার নতুন চার উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টন করেছে। এর পাশাপাশি, আগে দায়িত্বপ্রাপ্ত আটজন উপদেষ্টার দপ্তরও পুনর্নির্ধারণ করা হয়েছে।
এই পদক্ষেপের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকর করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুনর্নির্ধারণ দপ্তরগুলো মধ্যে আসিফ নজরুলকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে, নতুন করে শপথ নেওয়া উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়, মুহাম্মদ ফাওজুল কবির খানকে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, লে. জেনারেল জাহাংগীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয় এবং আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post