মহামারী করোনার নতুন সংক্রমণ নিয়ন্ত্রণে নিতে ওমানের বেশকিছু অঞ্চলে ফের লকডাউন ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কমিটি। বুধবার (১০-ফেব্রুয়ারি) কমিটির এক জরুরী বৈঠকে এই সিদ্ধান্ত নেয়।
এ সময় ওমানের নাগরিক এবং প্রবাসীদের খুব প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ এড়িয়ে চলারও অনুরোধ করে সুপ্রিম কমিটি। এক বিবৃতিতে কমিটি জানিয়েছে, “ওমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বেড়ে যাচ্ছে।
তাই এই বেড়ে যাওয়া রোধ করতে একান্ত প্রয়োজন ব্যতীত ভ্রমণে না যেতে বলা হয়েছে। সেইসাথে বিদেশ ভ্রমণের উপর আরো কড়াকড়ি আরোপ করা হয়েছে।”
সুপ্রিম কমিটি আরো জানিয়েছে, স্থানীয় ও আন্তর্জাতিকভাবে করোনা সংক্রমণের হার অনুসরণ করা হচ্ছে। দেশটিতে হঠাৎ সংক্রমণের হার বেড়ে যাওয়া অবশ্যই উদ্বেগের সৃষ্টি করেছে।
তাই দেশটিতে সকল নাগরিকদের সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।” দেশটিতে বসবাসরত কোনো নাগরিক বা বাসিন্দা যদি কমিটির সিদ্ধান্ত লঙ্ঘন করে তাহলে তার ছবি ও পরিচয় গণমাধ্যমে প্রকাশ করা হবে। একইসাথে তার শাস্তি প্রদান অব্যাহত থাকবে।
কমিটি আরো জানিয়েছে, ‘‘করোনার মহামারীতে দেশের অর্থনীতিতে এক বিরূপ প্রভাব পড়েছে। তাই দেশটির ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের মালিকদের উপর আর্থিক চাপ কমাতে প্রতিষ্ঠানের সকল ঋণের কিস্তি প্রদান স্থগিত করা হয়েছে। চলতি বছরের জুন পর্যন্ত এই সুবিধা পাবেন দেশটির ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের মালিকরা।”
এদিকে ১২ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ১৪ দিনের জন্য ওমানের ইবরা, আল মুদাইবি, বিদিয়া, আল কাবেল, ওয়াদি বানি খালেদ এবং দামা ওয়া আল তাইন অঞ্চলের সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা নাগাদ বন্ধের ঘোষণা দিয়েছে। সেইসাথে সমুদ্র সৈকত ও পার্কে নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সুপ্রিম কমিটি।
এক বিবৃতি কমিটি জানিয়েছে, ‘‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত খাদ্যবাহী ট্রাক ব্যতীত ওমানের সকল স্থলবন্দর দিয়ে যানবাহন প্রবেশ নিষেধ। ওমানের বাহিরে থাকা নাগরিকরা যারা স্থলবন্দর দিয়ে দেশে ফিরে যেতে চান তাদের আগামী ১০ দিনের জন্য সুযোগ প্রদান করা হবে। যেসকল নাগরিক স্থলবন্দর দিয়ে ওমানে প্রবেশ করবেন তাদের কোয়ারেন্টাইন মেনে চলতে হবে।”
আরো পড়ুনঃ
কাতারে ফের চোখ রাঙাচ্ছে করোনা
ওমান সুপ্রিম কমিটির নতুন আইন জারী
নাযুক অবস্থায় ওমানের বাংলাদেশ স্কুল মাস্কাট
হস্তান্তরের আগেই প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে ফাটল
সৌদিতে সোফা কারখানায় আগুনে ৭ বাংলাদেশির মৃ’ত্যু
ওমানে সম্পূর্ণ চালু অবস্থায় বিক্রি হবে একটি সুপার মার্কেট
মুসল্লিদের জুতা সাজিয়ে রেখেই প্রশান্তি পান এক অমুসলিম!
সুপ্রিম কমিটি দেশটির উত্তর আশ শারকিয়াহ প্রদেশের সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান সকাল ছয়টা থেকে সন্ধ্যা অবধি খোলা থাকবে, বাকি সময় বন্ধ রাখার আইন জারী করেছে। আগামী ১৪ দিন এই সিদ্ধান্ত বহাল থাকবে।
এছাড়াও সমুদ্র সৈকত এবং পাবলিক পার্ক দুই সপ্তাহের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও শীতকালীন বনভোজন, খামার, বিভিন্ন কমিটির উৎসবসহ ব্যক্তিগত ও পারিবারিক জমায়েত এড়িয়ে চলতে হবে।
সুপ্রিম কমিটি সরকারি ও গ্রাহক পরিষেবা কমিয়ে আনার জন্য দোকান, বাজার, রেস্তোরা, ক্যাফে, হুঁকা ক্যাফে এবং জিমগুলোতে গ্রাহকদের চলাচল ৫০ শতাংশ কমিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post