দেশের বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগে বেড়েছে ডাকাতি। এরমধ্যে ডাকাতদল বেশি টার্গেট করছে প্রবাসীদের বাড়িঘর।
শনিবার এভাবেই বরগুনার এক দুবাই প্রবাসীর বাড়িতে ডাকাতি শেষে পালানোর সময় দুই ডাকাতকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের উপজেলা প্রশাসনের কাছে তুলে দেওয়া হয়।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, দুবাই প্রবাসী রুবেল জোমাদ্দারের বাড়ি থেকে নগদ তিন লাখ ৭০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণ ও একটি মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতরা।
এ সময় ডাকাতিতে বাধা দিলে হামলায় আহত হন রুবেলের স্ত্রী ফাতিমা বেগম ও তার ভাগ্নি আঁখি আক্তার। পরে তাদের চিৎকার শুনে স্থানীয়রা ডাকাত দলকে ধাওয়া দিয়ে দুজনকে আটক করে।
প্রবাসী রুবেলের স্ত্রী ফাতিমা বেগম বলেন, একসঙ্গে ৫-৭ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ ঘরে প্রবেশ করে। এরপর নগদ তিন লাখ ৭০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণ ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আনসার সদস্যদের মাধ্যমে আটক দুই ডাকাত সদস্যকে আদালতে পাঠানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post