দেশের মানুষের জন্য ইলিশের সরবরাহ নিশ্চিত করা হবে আগে, এরপর বিদেশে রপ্তানির বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
তিনি আরও বলেন, দেশের মানুষ ইলিশ পাবে না, আর বিদেশে রফতানি হবে, এটা হতে পারে না। আগে দেশকে গুরুত্ব দিতে হবে। এরপর রফতানি করা হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, দেশের মানুষ যাতে সহজে ইলিশ কিনতে পারে সেজন্য উদ্যোগ নিচ্ছে সরকার। এসময় বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজদের হুঁশিয়ার করে বলেন এ সিন্ডিকেট ভাঙতে হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দেশের মানুষ ইলিশ পাবে না, আর বিদেশে রফতানি হবে, এটা হতে পারে না। আগে দেশকে গুরুত্ব দিতে হবে। এরপর রফতানি করা হবে।
ইলিশ মাছের দাম কমাতে বাজারে সরবরাহ বাড়ানো হবে। এছাড়া, ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্যের কথা চিন্তা করে সব খাদ্যপণ্য ভেজালমুক্ত করার ওপর জোর দেওয়া হচ্ছে।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার আরো বলেন, ‘ডিম, দুধ, মাছ ইত্যাদি জিনিসপত্রের দাম কমাতে হবে। পারবেন কিনা, পরের কথা; দায়িত্ব হলো দাম কমানোর।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post