দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিট্যান্স পাঠানোর প্রতি আগ্রহী হয়ে উঠেছেন। বিশেষ করে, ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা দেশের অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করা হচ্ছে।
ফ্রান্সের গার্দু নর্দ, যা ইউরোপের বিজনেস স্টেশন হিসেবে পরিচিত, এখানে বসবাসরত বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতিকে সমর্থন করে আসছেন। তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠানোর মাধ্যমে তারা বাংলাদেশের অর্থনীতির গতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তৈরি পোশাক শিল্পের পর প্রবাসী আয় বাংলাদেশের অর্থনীতির দ্বিতীয় বৃহত্তম আয়ের উৎস।
সম্প্রতি দেশে রাজনৈতিক পরিবর্তনের পর প্রবাসীরা আবারও দেশে রেমিট্যান্স পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। তারা বিশ্বাস করেন, নতুন সরকারের অধীনে দেশের অর্থনীতি আরও সুদৃঢ় হবে এবং তাদের অর্থনৈতিক অবদান দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্যারিসের বাংলাদেশি ব্যবসায়ীরা মনে করেন, প্রবাসীদের সঞ্চয়কে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য উৎসাহিত করা উচিত। এছাড়াও, বিভিন্ন উন্নয়ন পরিকল্পনায় প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম। ফ্রান্সসহ মধ্যপ্রাচ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ব্যাপক পরিমাণে রেমিট্যান্স আসে। ফ্রান্সেও বিপুল সম্ভাবনা রয়েছে। উপযুক্ত পরিকল্পনার মাধ্যমে এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন করা সম্ভব।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post