ওমানে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ৬৯ জন যাদের মধ্যে প্রবাসী রয়েছেন ৩২ জন ও ৩৭ জন ওমানি নাগরিক। তবে নতুন ভাবে কেউ মারা যাননি করোনাভাইরাস। দেশটিতে মোট সুস্থ হয়েছে ৮১৬ জন ও মোট আক্রান্ত দুই হাজার ৬৩৭ জন। তবে ওমানের আল ওয়াস্তায় (হাইমা) এই প্রথম করোনা রোগী সনাক্ত হলো।
সম্প্রতি দেশটির সরকার জানিয়েছে ওমানের যে অঞ্চলগুলোতে করোনা রোগীর সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে সেই অঞ্চলগুলোতে প্রশাসনিক ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। সর্বশেষ হিসেব অনুযায়ী ওমানের কোন অঞ্চলে কতজন আক্রান্ত তার একটা বিস্তারিত তথ্য প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। যা নিম্নরূপ:
দক্ষিণ বাতিনাহ- ২৭১ (+৩)
বারকা
আক্রান্ত- ১২৩
মৃত্যু- নাই
সুস্থ- ৩৫
রুস্তাক
আক্রান্ত- ৩৪
মৃত্যু- নাই
সুস্থ- ৭
আরও পড়ুনঃ ওমানে মাত্র ৬৫জন করোনা রোগী এখন হসপিটালে
দক্ষিণ সারকিয়াহ- আক্রান্ত ১২৮ (+৪) সুস্থ-৩২
জালান বানি বু আলি
আক্রান্ত- ১১২
মৃত্যু- নাই
সুস্থ-৩৪
উত্তর বাতিনা, আক্রান্ত-১১২ (+১২)
সিনাজ
আক্রান্ত-৩২
মৃত্যু-নাই
সুস্থ- ১৫
আল-দাখেলিয়াহ, আক্রান্ত-১১৭ (+৫)
নেজুয়া
আক্রান্ত- ৫৮
মৃত্যু-নাই
সুস্থ-৪৮
আল- দাহেরিয়াহ, আক্রান্ত ৫০ (+১)
ইবরি
আক্রান্ত- ৩৭
মৃত্যু-নাই
সুস্থ-৩
[the_ad id=”652″]
উত্তর সারকিয়াহ, আক্রান্ত-৩৫
ধোফার, আক্রান্ত-১৭
সালালাহ
আক্রান্ত-১৫
মৃত্যু-নাই
সুস্থ- ৯
আল- ওয়াস্তা
হাইমা
আক্রান্ত-২
মৃত্যু-নাই
সুস্থ-নাই
মুসান্দাম, আক্রান্ত-৬
বুরাইমি, আক্রান্ত-৫
https://www.youtube.com/watch?v=0t4GfjDxeFE&t=1s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post