নতুন ই-গেট সেবা চালু করেছে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর। এই ই-গেট সিস্টেমে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে অত্যন্ত দ্রুততার সাথে পাসপোর্ট ভেরিফিকেশন সম্পন্ন করতে পারবেন যাত্রীরা।
স্বয়ংক্রিয় এই গেট চালু হলে বিদেশ থেকে আসা ও বিদেশগামী যাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়ায় খুব কম সময় লাগবে। যাত্রীদের আর লাইনে অপেক্ষা করতে হবে না।
কারণ ফিঙ্গারপ্রিন্ট এবং ফেশিয়াল রেকগনিশনের মাধ্যমে ই-গেট স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে।
আপাতত ডিপারচারের জন্য ৬ টি এবং অ্যারাইভাল যাত্রীদের জন্য ১২টি গেট লাগানো হয়েছে। এর মাধ্যমে ঘণ্টায় ১ হাজার এবং প্রতিদিন ২৪ হাজার যাত্রীকে সেবা দেওয়া সম্ভব। ভবিষ্যতে এই সক্ষমতা আরও বাড়ানো হবে।
ওমান এয়ারপোর্টের সিইও আয়মান বিন আহমাদ জানান, ‘ই-গেটগুলো স্বয়ংক্রিয়ভাবে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে, যা হিউম্যান ইন্টারেকশন কমিয়ে আনবে।’
ই-গেটগুলো যাত্রীর তথ্য বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে যাত্রীকে শনাক্ত করবে। পাশাপাশি পর্যাপ্ত সুরক্ষা এবং ঝামেলামুক্ত ইমিগ্রেশনের অভিজ্ঞতা পাওয়া যাবে। সাথে ইমিগ্রেশনের চাপ কমায় যাত্রীদের সময়ও সাশ্রয় হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post