শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে সোমবার (০৫ আগস্ট) পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ছাত্র-জনতার আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করে দেশ ছাড়েন।
আওয়ামী লীগের অনেক নেতাই এখন রয়েছেন আত্মগোপনে। কেউ কেউ দেশ ছাড়তে পেরেছেন। আবার কেউবা দেশ ছাড়তে গিয়ে আটকা পড়েছেন বিমানবন্দরে।
মঙ্গলবার (০৬ আগস্ট) বেলা তিনটার দিকে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলককে বিদেশে যেতে দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ।
একইদিন দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দরে আটক করা হয় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদকে। সদ্য চাকরি থেকে অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানও দেশ থেকে পালানোর চেষ্টা করেছেন।
জানা গেছে, বাংলাদেশ বিমানের কিছু পাইলটের সহযোগিতায় পলক, হাসান মাহমুদ, জেনারেল জিয়াসহ অনেকে দেশ থেকে পালানোর ষড়যন্ত্র করছে।
এদের মধ্যে ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন (চিফ অফ সিডিউল) এবং ক্যাপ্টেন তাপস (ডেপুটি ট্রেনিং) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এছাড়া ক্যাপ্টেন এনাম তালুকদার (চিফ অফ সেফটি), ক্যাপ্টেন তাসমিন (চিফ অফ ট্রেনিং), ক্যাপ্টেন সুমেইলাও সহয়তা করছেন বলে জানা গেছে।
চিফ অফ সিডিউল ক্যাপ্টেন ইশতিয়াক সকল ক্যাডেট পাইলটদের জানিয়েছেন ১৪ আগস্ট তাদের টেস্ট আছে। যেখানে তার ছেলেও অংশ নেবে। ১৪ তারিখের মধ্যে যত দ্রুত সম্ভব নিয়োগ সম্পন্ন করতে চাচ্ছে ইশতিয়াক।
এদিকে, ক্যাপ্টেন ইশতিয়াকের এমন স্বেচ্ছাচারিতার প্রতিবাদে আন্দোলন করেছে বিমানের পাইলট ও কর্মকর্তারা। বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক সকলের সঙ্গে আলাপের মধ্য দিয়ে চলমান সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post