বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকার পরিবর্তনের এক দফা দাবিতে অসহযোগ কর্মসূচি চলছে। আজ রবিবার দিনভর সারাদেশে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, গুলি ও পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে।
এসব ঘটনায় ১৬ জেলায় পুলিশসহ অন্তত ৭১ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শত শত।
সবশেষ খবর পাওয়া পর্যন্ত সিরাজগঞ্জে ১৩ পুলিশসহ মোট ২২, সিংদীতে ৬, ফেনীতে ৫, রংপুরে ৫, কিশোরগঞ্জে ৪, রাজধানী ঢাকায় ৪, বগুড়ায় ৪, মাগুরায় ৪, মুন্সিগঞ্জে ৩, ভোলায় ৩, পাবনায় ৩, কুমিল্লায় পুলিশ সদস্যসহ ৩, সিলেটে ২, জয়পুরহাটে ১, হবিগঞ্জে ১ ও বরিশালে ১ জন নিহত হয়েছেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post