বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন চলাকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হামলার ঘটনা ঘটেছে।
রোববার (০৪ আগস্ট) বিকেলে এই হামলা চালানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে শান্তিমোড় এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনের মিছিল শুরু হয়। পরে মিছিলটি চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের বাম পাশ দিয়ে যাওয়ার সময় ছাত্র ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। এই সময় জেলা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর চালানো হয় এবং সেখানে থাকা প্রায় ১১টি মোটরসাইকেলে পুড়িয়ে দেন দুর্বৃত্তরা।
মিছিলটি নিউমার্কেট ও জেলা জর্জ কোর্ট হয়ে আবার শান্তিমোড় এলাকায় এসে অবস্থান নেয়। এ সময় শান্তিমোড় এলাকায় অবস্থিত সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বিক্ষুব্ধ ছাত্রজনতা ভাঙচুর চালান।
এ বিষয়ে জানতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post