ভারতের রাজধানী দিল্লিতে হাজার হাজার কোটি রুপি খরচ করে তৈরি করা নতুন পার্লামেন্ট ভবনের ছাদের একটি অংশ দিয়ে পানি চুইয়ে পড়ার ঘটনা ঘটেছে।
গত কয়েকদিন ধরে দিল্লিতে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এই অতি বৃষ্টির কারণেই সংসদে পানি চুইয়ে পড়েছে। অতি বৃষ্টিতে দিল্লিতে এখন পর্যন্ত অন্তত সাতজনের মৃত্যু ও বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এদিকে নতুন পার্লামেন্ট ভবনের এমন অবস্থা দেখে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কঠোর সমালোচনা করেছে বিরোধী দলগুলো।
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ সংসদের একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, পুরোনো পার্লামেন্ট ভবন এটির চেয়ে ভালো ছিল। কেন আমরা পুরোনো ভবনে ফিরে যাচ্ছি না, যতক্ষণ পর্যন্ত এই নতুন সংসদে পানি চুইয়ে পড়া বন্ধ না হচ্ছে।
তৃণমূল কংগ্রেসের এমপি মহুয়া মৈত্র এবং কংগ্রেসের এমপি মানিকাম ঠাকুরও এই বিষয়ে সমালোচনা করেছেন।
इस नई संसद से अच्छी तो वो पुरानी संसद थी, जहाँ पुराने सांसद भी आकर मिल सकते थे। क्यों न फिर से पुरानी संसद चलें, कम-से-कम तब तक के लिए, जब तक अरबों रुपयों से बनी संसद में पानी टपकने का कार्यक्रम चल रहा है।
जनता पूछ रही है कि भाजपा सरकार में बनी हर नई छत से पानी टपकना, उनकी… pic.twitter.com/PpJ36k6RJm
— Akhilesh Yadav (@yadavakhilesh) August 1, 2024
দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ) এক্সে একটি পোস্টে লিখেছে, ১২০০ কোটি রুপি দিয়ে তৈরি পার্লামেন্টকে এখন নির্ভর করতে হচ্ছে ১২০ রুপির একটি বালতির উপর।
কয়েকদিন আগে হাজার কোটি রুপি দিয়ে তৈরি করা নতুন রাম মন্দিরের ছাদও ফেটে পানি পড়ার ঘটনা ঘটেছিল। এছাড়া দ্রুতগতির বন্দে ভারত ট্রেনের বগির ভেতরও বৃষ্টির পানি আসার ঘটনা ঘটেছে, যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।
এই নতুন পার্লামেন্ট ভবনের পানি চুইয়ে পড়ার ঘটনা বিরোধী দলগুলোর সমালোচনার মাত্রা আরও বাড়িয়েছে। তাদের দাবি, এত বিপুল অর্থ ব্যয় করে তৈরি করা স্থাপনাগুলোর মান প্রশ্নবিদ্ধ হচ্ছে।
অখিলেশ যাদব, মহুয়া মৈত্র ও মানিকাম ঠাকুর ছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতারা এই ঘটনায় সরকারের ব্যর্থতা তুলে ধরছেন। তারা বলছেন, জনগণের করের টাকায় তৈরি এসব স্থাপনায় এমন ত্রুটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এই ঘটনায় বিজেপি সরকারের ওপর চাপ বাড়ছে এবং জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে। যদিও সরকার পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে বিরোধীরা এই সুযোগে সরকারকে চাপে রাখতে তৎপর।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post