ওমানে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ নতুন আক্রান্ত হয়েছে ৬৯ জন। যাদের মধ্যে ৩২ জন প্রবাসী এবং ৩৭জন ওমানি নাগরিক। নতুন কোনো মৃত্যুর খবর নাই, মোট সুস্থ হয়েছে ৮১৬জন এবং মোট আক্রান্ত ২৬৩৭জন। মৃত্যু সর্বমোট ১২জন। সূত্র: ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়
[the_ad id=”652″]
এদিকে আগামী ২০ জুনের মধ্যে ওমান থেকে করোনাভাইরাস পুরোপুরি দূর হবে বলে ভবিষ্যদ্বাণী দিয়েছে সিঙ্গাপুরের ডেটা ড্রাইভন ইনোভেশন ল্যাবরেটরির (ডিডিআই)। গতকাল রবিবার দেশটির সকল জাতীয় মিডিয়াতে প্রচার করা হয়েছে এই সংবাদ। ডিডিআই’র উদ্ধৃতি দিয়ে টাইমস অব ওমানের এক সংবাদে উল্লেখ্য করা হয়, ওমানের কোভিড -১৯ সংক্রমণের ৯৯ শতাংশ সংক্রামিত হবে ২৫ শে মে। এর পরের মাসে অর্থাৎ ২০ জুন দেশটি পুরোপুরি করোনা মুক্ত হয়ে যাবে। এই প্রতিবেদনটি তৈরি করেছেন ডিডিআই’র অধ্যাপক জিয়াঙ্কি লুও। তিনি সিঙ্গাপুর প্রযুক্তি ও ডিজাইনের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
আরও পড়ুনঃ ওমানে মোট জনসংখ্যার ৪১.৭ শতাংশ প্রবাসী
করোনাভাইরাসের সংকট কবে নাগাদ পৃথিবী থেকে দূর হবে এই বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত নিয়ে গবেষণা করেছে সিঙ্গাপুরের ডেটা ড্রাইভন ইনোভেশন ল্যাবরেটরি (ডিডিআই)। প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের পরিস্থিতি, সংক্রামণের চিত্র, মৃত্যুর হার, সুস্থতার পরিমাণ ইত্যাদি তথ্য-উপাত্ত ব্যবহার করেছে গবেষণার জন্য। সিঙ্গাপুরের ডেটা ড্রাইভন ইনোভেশন ল্যাবরেটরি (ডিডিআই) প্রস্তুত করা এই প্রতিবেদনে ভবিষ্যদ্বাণী করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post