প্রবাসীদের নিয়ে মতবিনিময় সভা করেছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন। মঙ্গলবার (৩০ জুলাই) হাইকমিশনের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
হাইকমিশনার তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আমাদের সবার এবং সবাই মিলে আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব। আমরা সবাই মালদ্বীপে বৈধভাবে কাজ করে মাথার উঁচু করে থাকব। তিনি সবাইকে মালদ্বীপের আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান।
একইসঙ্গে প্রবাসীদের কারো প্ররোচনায় অবৈধ কাজে লিপ্ত না হওয়ার জন্য অনুরোধ জানান। এছাড়াও সোশ্যাল মিডিয়ার যাতে কেউ অপব্যবহার না করেন সে বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মালদ্বীপে বাংলাদেশের শ্রমবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে মিশনের শ্রম কাউন্সেলর মো. সোহেল পারভেজ বক্তব্য দেন। তিনি প্রবাসীদের মালদ্বীপের আইন মেনে কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে অবৈধ কাজ যেমন মাদক, ডলার ব্যবসা ইত্যাদি থেকে বিরত থাকার অনুরোধ জানান।
সোহেল পারভেজ বলেন, ইমিগ্রেশনের নিয়ম অনুযায়ী ওয়ার্ক ভিসায় এসে মালদ্বীপে অবৈধভাবে কোনো ব্যবসা করা যাবে না।
প্রবাসী বাংলাদেশিদের পক্ষ হতে দুলাল মাতবর বক্তব্য দেন। তিনি সবাইকে গুজব থেকে বিরত থাকার অনুরোধ করেন। এছাড়াও মালদ্বীপে কোনো ধরনের বেআইনি সমাবেশ, মিছিল, মিটিং না করার অনুরোধ জানান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post