চলতি বছরে ওমানে প্রবাসী শ্রমিকদের স্পন্সর পরিবর্তনে এনওসি বাতিল হওয়ার ফলে দেশটিতে কর্মরত প্রবাসী শ্রমিক ও ওমানি শ্রমিকের মধ্যে মজুরি ও আনুষঙ্গিক সুযোগ সুবিধার ব্যবধান কমে আসবে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে ওমান মানবাধিকার কমিশন।
দেশটিতে কর্মরত প্রবাসী শ্রমিকদের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী ওমানে যোগদানের পর প্রবাসী শ্রমিকরা মজুরি, আবাসন সুবিধাসহ আনুষঙ্গিক যে সুযোগ-সুবিধা পেয়ে থাকে তার চেয়ে অনেক বেশি সুযোগ পায় ওমানের স্থানীয় শ্রমিকরা। কিন্তু এনওসি প্রথা বাতিল হওয়ায় এই ব্যবধান অনেকখানি কমে আসবে বলে মনে করছে মানবাধিকার কমিশন।
কমিশন জানিয়েছে, “এই সিদ্ধান্তটি নিয়োগকর্তাদের পক্ষে অনেক সুবিধা নিয়ে আসবে। নিয়োগকারী এবং শ্রমিকদের মধ্যে চুক্তিভিত্তিক সম্পর্ক নিয়ন্ত্রণসহ তাদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিতে ভূমিকা রাখবে।
এনওসি বাতিলের সিদ্ধান্ত বাস্তবায়নে ওমানের স্থানীয় নাগরিক ও প্রবাসী শ্রমিকের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা বাড়বে। তাদের মজুরি ও অধিকারের ব্যবধান কমে আসবে।
কমিশন তার বার্ষিক প্রতিবেদনে আরো জানিয়েছে, ‘‘এনওসি বাতিলের সিদ্ধান্তে অনেক প্রবাসী শ্রমিক যারা এনওসির কারণে চাকরী পরিবর্তন না করতে পেরে দেশটিতে পলাতক অবস্থায় রয়েছে তাদের মামলা কমে আসবে। এছাড়াও দেশে নিয়োগকারী এবং শ্রমিক উভয়ের মধ্যেই নতুন কাজের সুযোগ তৈরি করবে।”
ওমান মানবাধিকার কমিশন আরো জানিয়েছে, “চলতে বছরের শুরু থেকেই সকল প্রবাসী কর্মীরা কর্মসংস্থান পরিবর্তন করতে চাইলে কোনো এনওসির প্রয়োজন নেই। ফলে দেশটির স্থানীয় শ্রমিক ও প্রবাসী শ্রমিকদের মধ্যে মজুরি বৈষম্য কমে আসবে। যা নিঃসন্দেহে নাগরিক ও বাসিন্দাদের অধিকার রক্ষায় আরও ইতিবাচক প্রভাব ফেলবে।”
অনলাইনে প্রতারণার দায়ে ওমান পুলিশের হাতে ১৭ জন গ্রেপ্তার
ওমানে অনলাইনের মাধ্যমে প্রতারণা করার দায়ে ১৭ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। আজ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আরওপি। পুলিশ জানিয়েছে, এই প্রতারক চক্রটি মাস্কাটের বিভিন্ন ব্যক্তিকে তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে বলে ফোন ও ম্যাসেজ দেয়।
এরপর বিভিন্ন ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়ে অ্যাআউন্ট থেকে অর্থ হাতিয়ে নিতো। মাস্কাটের অপরাধ নিয়ন্ত্রণ অধিদফতর এবং মাস্কাট পৌরসভা পুলিশের নেতৃত্বে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সকল আইনি ব্যবস্থা গ্রহণ করছে ওমান রয়্যাল পুলিশ।
প্রতারণার হাত থেকে বাচতে সম্প্রতি ওমানের নাগরিক এবং প্রবাসীদের সতর্ক করে এক বিবৃতি জারী করেছে ওমানের কেন্দ্রীয় ব্যাংক (সিবিও)। বিবৃতিতে বলা হয়েছে, ওমানের লাইসেন্সধারী ব্যাংকের কাছে কোনো ব্যক্তিগত তথ্য প্রকাশের প্রয়োজন নেই।
ওমানে পরিচালিত সকল লাইসেন্সধারী ব্যাংক বা এক্সচেঞ্জ সংস্থাগুলি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কল বার্তা প্রেরণ করে গ্রাহকের পাসওয়ার্ড, কার্ড নম্বর বা অ্যাকাউন্ট নম্বর জাতীয় কোনও ব্যাংকিংয়ের তথ্য জানতে চাইলে তাকে কোনো তথ্য না দিতে বলা হয়েছে।
বা কোনো ফিশিং লিঙ্কে গ্রাহকের ব্যাংকিং তথ্য জানতে অথবা লটারি জাতীয় কোনো লিংকে ক্লিক না করতে বলা হয়েছে। ব্যাংকের অথবা ব্যক্তিগত তথ্য চেয়ে কোনো কল অথবা মেসেজ আসলে তা সাথে সাথে রয়্যাল ওমান পুলিশকে জানানোর জন্য নির্দেশ দিয়েছে সিবিও।
এদিকে অনেক প্রবাসী বিভিন্ন ইমু অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত মানুষের সাথে বন্ধুত্ব করেও প্রতারিত হচ্ছেন। বিশেষকরে ইমুতে নিজেকে মেয়ে পরিচয় দিয়ে একান্ত ভিডিও কলের কথা বলে পরবর্তীতে সেই ভিডিও স্ক্রিন রেকর্ড করে ব্ল্যাকমেইল করা হয়।
সেক্ষেত্রে মোটা অংকের টাকা দাবী করে প্রতারক চক্র, টাকা না দিলে ভিডিও ভাইরাল করার হুমকি দেওয়া হয়। এইসব প্রতারণা থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ সিভিলিয়ান ফোর্সের সিইও সাইবার বিশেষজ্ঞ আদিল হাসান।
আগামী রবিবার থেকে ওমানে শুরু হচ্ছে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রদান
সম্প্রতি ভারত থেকে ওমান আসা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার একলাখ ডোজ করোনা ভ্যাকসিনের প্রয়োগ আগামী ৭ ফেব্রুয়ারি (রবিবার) থেকে শুরু করতে যাচ্ছে ওমান।
আজ এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ) জানিয়েছে, ‘‘ রবিবার থেকে ভ্যাকসিনের প্রথম পর্ব শুরু করা হবে। সেই হিসেবে এই পর্বে কারা টিকা গ্রহণ করবে তার একটি তালিকা তৈরি করেছে স্বাস্থ্য-মন্ত্রণালয়।”
ওমান নিউজ এজেন্সি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, “আগামী রবিবার থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন টিকা দেওয়ার জন্য একটি নতুন তালিকা তৈরি করেছে।
যারা প্রথম পর্যায়ে এই টিকা গ্রহণ করতে পারবে। ওমানের সকল প্রদেশের ৬৫ বছর বা তার বেশি বয়সের প্রবীণদের এই টিকা দেওয়া হবে। তবে যে সকল প্রবীণ নাগরিক অসুস্থ ও দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন, তাদের এই টিকা প্রদান করা হবে না বলেও জানিয়েছে মন্ত্রণালয়।”
উল্লেখ্য: গত ৩০-জানুয়ারি এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে ভারতের সিরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এক লাখ ডোজ করোনা ভ্যাকসিনের একটি চালান ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছায়। ভারতের এই ভ্যাকসিনকে যথেষ্ট নিরাপদ বলে উল্লেখ করেছেন ওমানের স্বাস্থ্যমন্ত্রী ডঃ আহমেদ বিন মোহাম্মদ আল সাইদী।
আজ থেকে ২০ দেশের নাগরিকদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা
মহামারী করোনাভাইরাসের নতুন সংক্রমণ ঠেকাতে নিজ দেশের নাগরিক, কূটনীতিক, স্বাস্থ্যকর্মী এবং তাদের পরিবার ব্যতীত এশিয়া, ইউরোপ ও আমেরিকাসহ ২০টি দেশের নাগরিকদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বুধবার (৩-ফেব্রুয়ারি) সৌদির স্থানীয় সময় রাত ৯টা থেকে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা। গতকাল মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। মন্ত্রণালয় জানিয়েছে, সৌদির স্বাস্থ্য কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে- ভারত, পাকিস্তান, জাপান, তুরস্ক, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, লেবানন ও মিশর। নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশের নাম না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন সৌদি প্রবাসীরা। এর আগে গত ৩ জানুয়ারি সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিয়ে সব ধরনের ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছিল দেশটি।
করোনার সর্বশেষ অবস্থা নিয়ে জিসিসি’র ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত
করোনার সর্বশেষ অবস্থা নিয়ে নিজেদের মধ্যে ভার্চুয়াল বৈঠক করেছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ ভুক্ত দেশগুলো। ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মোহাম্মদ বিন সাইফ আল হোসনির সভাপতিত্বে বৈঠকে ওমানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের রোগ নিয়ন্ত্রণ ও নজরদারি বিভাগের ভারপ্রাপ্ত মহাপরিচালক এবং সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের পরিচালক ডাঃ অমল আল মাণি।
আরো পড়ুনঃ দূতাবাসে সেবার বদলে হয়রানির শিকার রেমিট্যান্স যোদ্ধারা
বৈঠকে জিসিসি দেশগুলিতে করোনার সর্বশেষ অবস্থা, সফলভাবে করোনা ভ্যাকসিন সরবরাহ ও পরিচালনার বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়। পাশাপাশি প্রতিটি দেশের জন্য সঠিকভাবে করোনা ভ্যাকসিন প্রদানে সহযোগিতার বিষয়েও আলোচনা করা হয়। করোনার নতুন স্ট্রেনে জিসিসি দেশগুলি সম্প্রতি যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সেই সমস্যা থেকে উত্তরণ নিয়েও পর্যালোচনা করা হয়।
বৈঠকে জিসিসি দেশগুলির মধ্যে একীভূত ভ্রমণ পদ্ধতি গড়ে তোলার প্রস্তাব পেশ করা হয়েছে। বৈঠকটি করোনার টিকাদানের মান চিহ্নিত করা, দেশে বহিরাগত নাগরিকদের প্রবেশের আরো বেশি সর্তক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। করোনার নতুন স্ট্রেনে সংক্রামিত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আনার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়েও পর্যালোচনা করা হয়েছে বৈঠকে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post