এক বাক্যে ভিপিএন ক্ষতিকর কিংবা হুমকি বলা ঠিক নয়। তবে ভিপিএন ব্যবহারে ডেটা এনক্রিপ্ট ও ডিক্রিপ্ট হতে সময় লাগায় ইন্টারনেটের ধীরগতি হতে পারে। আবার কিছু ভিপিএন সেবা প্রদানকারী ব্যবহারকারীর ডেটা লগ করে রাখে, যা গোপনীয়তার জন্য ঝুঁকিপূর্ণ। কোনটি আবার তথ্য চুরি রোধ করতে না পারায় ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনতা নিশ্চিত করতে পারে না। আর যেসব সেবা প্রদানকারী ভিপিএন অ্যাপ্লিকেশনগুলো ব্যবহারকারীর ডিভাইসে অতিরিক্ত অনুমতি চায়, যা ডিভাইসের নিরাপত্তা হুমকির মুখে ফেলে।
তাছাড়া বাংলাদেশে এখন পর্যন্ত ভিপিএন ব্যবহার আইনত নিষিদ্ধ না হওয়ায় অনেকেই এটি ব্যবহার করেন। তবে ভিপিএন (VPN) ব্যবহারে কিছু সতর্কতা অনুসরণ করা গুরুত্বপূর্ণ যাতে আপনি নিরাপদে এবং সঠিকভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারেন।
নিম্নলিখিত সতর্কতাগুলি মাথায় রাখতে পারেন:
- বিশ্বাসযোগ্যতা নির্বাচন: শুধুমাত্র বিশ্বাসযোগ্য এবং সুপরিচিত ভিপিএন প্রদানকারী ব্যবহার করুন। ফ্রি ভিপিএন সেবাগুলি অনেক সময় নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।
- গোপনীয়তা নীতি: ভিপিএন প্রদানকারী কীভাবে আপনার ডেটা সংগ্রহ এবং ব্যবহার করে তা নিশ্চিত করুন। গোপনীয়তা নীতিটি ভালভাবে পড়ুন যাতে আপনি জানেন যে আপনার তথ্য সুরক্ষিত থাকবে।
- প্রসেসিং ক্ষমতা ও স্পিড: ভিপিএন ব্যবহার করলে ইন্টারনেট স্পিড কিছুটা কমে যেতে পারে। তাই উচ্চ গতি এবং প্রসেসিং ক্ষমতা সহ ভিপিএন নির্বাচন করুন।
- মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (MFA): যদি সম্ভব হয়, ভিপিএন অ্যাকাউন্টে মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করুন যাতে অ্যাকাউন্ট নিরাপদ থাকে।
- লগ নীতি: ভিপিএন প্রদানকারীর নো-লগ নীতি আছে কিনা নিশ্চিত করুন। এটি নিশ্চিত করে যে তারা আপনার ব্রাউজিং কার্যক্রমের কোনও লগ রাখে না।
- ডিএনএস লিক প্রোটেকশন: ডিএনএস লিক প্রোটেকশন সহ ভিপিএন ব্যবহার করুন যাতে আপনার ডিএনএস রিকোয়েস্টগুলি লিক না হয় এবং আপনার অবস্থান এবং ব্রাউজিং কার্যক্রম গোপন থাকে।
- কিল সুইচ: কিল সুইচ ফিচার সহ ভিপিএন ব্যবহার করুন, যা ভিপিএন সংযোগ বিচ্ছিন্ন হলে আপনার ইন্টারনেট অ্যাক্সেস বন্ধ করে দেয় এবং আপনার তথ্য সুরক্ষিত রাখে।
- সঠিক প্রোটোকল নির্বাচন: বিভিন্ন ভিপিএন প্রোটোকল রয়েছে যেমন OpenVPN, IKEv2, L2TP/IPSec ইত্যাদি। নিরাপদ এবং দ্রুত প্রোটোকল বেছে নিন।
- রেগুলার আপডেট: আপনার ভিপিএন সফটওয়্যার নিয়মিত আপডেট রাখুন যাতে সব সিকিউরিটি প্যাচ এবং নতুন ফিচারগুলি পেতে পারেন।
- ফিশিং এবং ম্যালওয়্যার সতর্কতা: ভিপিএন ব্যবহার করলেও ফিশিং এবং ম্যালওয়্যার আক্রমণের বিরুদ্ধে সতর্ক থাকুন। সব সময় সুরক্ষিত ওয়েবসাইটে ব্রাউজ করুন এবং অজানা লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন।
আশা করা যায়, এই সতর্কতাগুলি মেনে চললে, ভিপিএন ব্যবহার করে আপনি ইন্টারনেটে নিরাপদে এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে পারবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post