বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী কামাল উদ্দিন খান বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ১০ হাজার ৫১ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হাতপাখা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪৪১ ভোট। ধানেরশীষ প্রতীকে জিয়া উদ্দিন সুজন পেয়েছেন ২৪২৮ ভোট।
মাঘের শীতকে হার মানিয়ে সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। নারী-পুরুষ সবার অংশগ্রহণে এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়। ভোটের আগে নির্বাচনে সহিংসতার শঙ্কা থাকলেও প্রশাসনের ব্যাপক উপস্থিতি ও তৎপরতায় কোন সহিংসতা ছাড়াই নির্বাচন সুষ্টভাবে সম্পূর্ণ হয়।
এছাড়া কমিশনার পদে আব্দুল মোতালেব জাহাঙ্গীর, শাজাহান সোহেল মোল্লা, সোয়েব হোসেন সোহরাব, মশিঊর রহমান নাদিম, সরদার সাইফুল ইসলাম, মো. মনির হোসেন, মো. সাইফুল বেপারী, নুরুল ইসলাম জমাদ্দার ও আব্দুর রাজ্জাক মনির জমাদ্দার নির্বাচিত হন। সংরক্ষিত মহিলা আসনে মিতা রানী দাস, রাশিদা বেগম বিউটি ও রোকসানা বেগম নির্বাচিত হন।
আরো পড়ুনঃ পবিত্র নগরী মদিনাকে করোনা মুক্ত ঘোষণা
উল্লেখ্য দ্বিতীয় শ্রেণির মেহেন্দিগঞ্জ পৌরসভার মোট ভোটার ২৫ হাজার ৮৮৮ জন। এ পৌরসভায় মেয়র প্রার্থী ছাড়াও কমিশনার হিসাবে ৩৪ জন ও সংরক্ষিত মহিলা কমিশনার পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post