করোনা মহামারিতে ওমান সুপ্রিম কমিটির দেওয়া স্বাস্থ্যবিধি অমান্য করায় ওমানের দক্ষিণ আল বাতিনা প্রদেশের চার বাংলাদেশী প্রবাসীর ভিসা বাতিল করে স্থায়ীভাবে ওমান ছাড়ার আদেশ দিয়েছেন দেশটির আদালত।
সুপ্রিম কমিটির সিদ্ধান্ত লঙ্ঘনের জন্য তাদেরকে ৩ মাসের কারাদন্ড ভোগ করে নিজ দেশে ফেরত যেতে হবে। এই ৪ প্রবাসীকে আজীবনের জন্য ওমানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আটককৃত এই ৪ প্রবাসীর নাম মোতালেব, আব্দুস সত্তার, নাজমুল ও পারভেজ।
আরো পড়ুনঃ প্রতারণা নিয়ে ওমানের কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা জারী
উল্লেখ্য: ওমানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সুপ্রিম কমিটি একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে। শুক্রবার (২৯-জানুয়ারি) ওমান সুপ্রিম কমিটির বরাত দিয়ে দেশটির জাতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়, এখন থেকে ওমানে যদি কেউ কোনো বিবাহ অনুষ্ঠান, জানাজার নামাজ, উপাসনালয়ে ভিড় করা অথবা কোনো ধরণের জনসমাগমের আয়োজন করলে তার বিরুদ্ধে ১৫০০ রিয়াল জরিমানা করা হবে। (যা বাংলাদেশী মুদ্রায় ৩ লক্ষাধিক টাকার সমপরিমাণ।)
রয়্যাল ওমান পুলিশ কর্তৃক ১৫১/২০২০ আইন অনুযায়ী ওমানে করোনা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিম্নের জরিমানা আরোপ করার কথা উল্লেখ করা হয়েছে।
১, করোনা পরীক্ষা না করার জন্য ২০০ রিয়াল জরিমানা।
২, কোয়ারেন্টাইন আইন লঙ্ঘনে ২০০ রিয়াল জরিমানা।
৩, কোনো বিবাহ অনুষ্ঠান, জানাজার নামাজ, উপাসনালয়ে ভিড় করা অথবা কোনো ধরণের জনসমাগমে উপস্থিত হলে ১০০ রিয়াল জরিমানা।
৪, করোনা ট্র্যাকিং ব্রেসলাইট না পরলে অথবা সময়মতো না খুললে ৩০০ রিয়াল জরিমানা।
করোনা নিয়ন্ত্রণে ওমান সুপ্রিম কমিটির আইন মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post