দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে গত শুক্রবার আরব আমিরাতে বিক্ষোভ সমাবেশ করে প্রবাসী বাংলাদেশি একদল শ্রমিক।
এ ঘটনায় তাদের গ্রেপ্তার করে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। একইসঙ্গে দেশটিতে বাংলাদেশের শ্রম ভিসা বন্ধ করা হয়েছে।
আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, বিক্ষোভ সমাবেশ করায় ৫৩ জনকে ১০ বছর এবং ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ড শেষে সবাইকে বাংলাদেশে ফেরত পাঠানোর আদেশও দিয়েছে আবুধাবির আদালত। একইসঙ্গে আরব আমিরাতে বাংলাদেশের শ্রম ভিসা বন্ধ করা হয়েছে।
আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামসি বিভিন্ন শহরের রাস্তায় বিক্ষোভ করা বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ দেন। ৩০ জন তদন্তকারীর একটি দল এ ঘটনা তদন্ত করার পর আটক বাংলাদেশিদের বিচার শুরু হয়।
আটক হওয়া বাংলাদেশিদের বিরুদ্ধে প্রকাশ্যে জড়ো হওয়া, অস্থিরতা ছড়িয়ে দেওয়া, জননিরাপত্তা হুমকিতে ফেলা, জমায়েত ও বিক্ষোভের প্রচারণা চালানো এবং এসব কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ধারণ করা এবং অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ছিল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post