ওমানের করোনা ভাইরাসের সর্বশেষ অবস্থা নিয়ে দেশটির সুপ্রিম কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ হামাউদ ফয়সাল আল বুসাইদির সভাপতিত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সভায় করোনার নতুন স্ট্রেনের সংক্রামিত রোগীর সংখ্যা ও মৃত্যুর সংখ্যা উভয় বেড়ে যাবার সম্ভাবনা রয়েছে জানিয়েছে কমিটি। তাই দেশের সকল নাগরিক ও বাসিন্দারের করোনা সর্তকতায় সামাজিক ও স্বাস্থ্যগত বিধিনিষেধ মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে জারি করা এক বিবৃতিতে কমিটি জানিয়েছে, করোনা মোকাবেলায় বিশ্বব্যাপী গৃহীত সতর্কতামূলক ব্যবস্থাগুলি মেনে চলা, প্রয়োজনীয় অঞ্চলে লকডাউন দেওয়া, অর্থনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা, বহির্বিশ্বে ভ্রমণ নিষেধাজ্ঞা, সকল সীমান্ত বন্ধের মতো সিদ্ধান্ত নেওয়া জরুরী।
সুপ্রিম কমিটি জানিয়েছে, দেশটিতে সাধারণ জনগণ সঠিক স্বাস্থ্যবিধি না মানার কারণে দেশটির বিভিন্ন হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিট এবং হাসপাতালের ওয়ার্ডে ভর্তি করোনা রোগীদের সংখ্যার উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে।
সম্প্রতি দেশে বিভিন্ন সামাজিক ইভেন্ট ও বড় বড় সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। এই অনুষ্ঠানগুলোতে অনেক জনগণ একসাথে সমবেত হয়েছে। যাদের বেশিরভাগই কোনো প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলেননি। দেশের বর্তমান অবস্থা চলতে থাকলে করোনা রোগীর সংখ্যা ব্যাপক আকারে ধারণ করবে।
আরো পড়ুনঃ প্রবাসীদের ভিসার ফি বাড়ালো ওমান
তাই সুপ্রিম কমিটি করোনা রোধে নতুন সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তগুলো হলো: দেশে সকল সামাজিক অনুষ্ঠানের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি, বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে প্রত্যক্ষ শিক্ষা স্থগিত। শিক্ষা প্রতিষ্ঠান ফের বন্ধ ঘোষণা। ওমানে আন্তর্জাতিক সকল ইভেন্ট বন্ধ।
স্থানীয় ইভেন্ট, ক্রীড়া অনুষ্ঠান এবং প্রদর্শনীসহ সকল ধরণের অনুষ্ঠানে যেখানে জনসাধারণের সমাগম হবে এমন ধরণের অনুষ্ঠান স্থগিত। জরুরী পরিস্থিতি বাদে দেশের সকল নাগরিক এবং বাসিন্দাকে বিদেশ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ। দেশের পরিস্থিতি পরিবর্তন না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
সুপ্রিম কমিটি আরো জানিয়েছে, স্থানীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে করোনার অগ্রগতি পর্যবেক্ষণ করা হচ্ছে। করোনার নতুন স্ট্রেন থেকে উদ্ভূত মহামারী পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং ঝুঁকিপূর্ণ। কমিটি সকল নাগরিক এবং বাসিন্দাকে সঠিক নিয়মে সকল স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা দিয়েছে।
নিউজ-২
শ্রমবাজারের চ্যালেঞ্জ মোকাবেলা জরুরি বলে জানালেন ওমান শ্রম মন্ত্রণালয়
ওমানের অনুকূল অর্থনৈতিক বিকাশ লাভে দেশের শ্রমবাজারে যে চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবেলা করা সবচেয়ে জরুরি বলে মনে করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। কর্তৃপক্ষ দেশটিতে বিদ্যমান কাজের পরিস্থিতি নিয়ে একটি গবেষণা চালিয়েছে। চলতি বছর মন্ত্রণালয়ের কার্যনির্বাহী বৈঠকে এই গবেষণাটি উপস্থাপন করা হয়। গবেষণায় বলা হয়েছে, ওমানের শ্রমবাজার প্রবাসী কর্মীদের উপর নির্ভরশীল। তাই এই বাজারকে স্থানীয়করণ করতে হলে এর গুণগত এবং পরিমাণগত নিয়োগের দিকে বেশি মনোযোগ দিতে হবে।”
গবেষণায় আরো বলা হয়,”ওমান সরকারী প্রকল্পের উপর নির্ভরশীল। দেশটিতে বড় মাপের বেসরকারি বিনিয়োগ অনেক খাতেই অনুপস্থিত। দেশটিতে বিনিয়োগের পদ্ধতিগুলিও অস্পষ্ট এবং বিনিয়োগের পথে রয়েছে বিভিন্ন বাধা। বিনিয়োগকারীদের দেশে প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়ার আগে তাদের মানবিক হস্তক্ষেপ এবং প্রকল্পের প্রয়োজনীয়তার উপর নির্ভর করা দরকার। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কারণে বেসরকারি খাতের শ্রমিকদের ক্রমাগত সংখ্যা কমে আসছে। ফলে দেশের পক্ষে সবচেয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ছে।” শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দেশে শূন্যপদ পূরণের জন্য শ্রমিক প্রাপ্যতার বিষয়ে মন্ত্রণালয়ের বেশি কাজ করছে। দেশটির শ্রম বাজারে চ্যালেঞ্জ মোকাবেলায় এরই মধ্যে একটি দল গঠন করা হয়েছে।
শ্রম বিষয়ক উপ সচিব নসর আল হোসনি বলেন, “মন্ত্রণালয় শ্রমবাজারের চ্যালেঞ্জগুলি নির্ণয় ও সমাধানের জন্য একটি কার্যনির্বাহী দল গঠন করেছে। এই চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে একটি ‘নিষিদ্ধ’ শ্রমবাজারের অস্তিত্ব যা প্রবাসী শ্রমিকদের উপর নির্ভর। এছাড়াও দেশটির অর্থনীতিকে আরো উন্নত করতে প্রবাসী কর্মীদের থেকে নিজ দেশের নাগরিকদের শ্রমবাজারে অংশগ্রহণ বাড়াতে হবে।” এছাড়াও মানব সম্পদ বিষয়ক উপ-সচিব সেলিম মুসাল্লাম আল বুসাইদি বলেন, “চলতি বছরে মন্ত্রণালয় তাদের পরিকল্পনা অনুযায়ী ওমানিকরন আরো বৃদ্ধি করবে। মানবসম্পদের উন্নয়নের জন্য নীতি ও কৌশল বাস্তবায়নের চেষ্টা করছে। একই সাথে প্রবাসী কর্মীদের স্থানে ওমানি নাগরিকদের প্রতিস্থাপন করতে হবে। সেক্ষেত্রে চাকরি সহজিকরন করতে ওমানিদেরকে প্রশিক্ষণ দিতে হবে।
নিউজ-৩
ফের ওমান থেকে বিমানের ফ্লাইট শিডিউল বিপর্যয়
একদিন আগেও মাস্কাট থেকে ঢাকাগামী বিমানের ফ্লাইট ৪ বার শিডিউল পরিবর্তন করেও যথা সময়ে ফ্লাইট পরিচালনা করতে পারেনি। কোভিড পরীক্ষা সহ সকল প্রস্তুতি সম্পন্ন করে এয়ারপোর্টে এসে ফেরত যেতে হয়েছে। আজ বিমানের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল ২৯ -জানুয়ারি রাত সাড়ে বারোটার ফ্লাইট পরিবর্তন করে পরের দিন ৩০ জানুয়ারি রাত সাড়ে বারো টায় পিছানো হয়েছে। ঘন ঘন এমন শিডিউল পরিবর্তন করার কারণে চরম বিপাকে ওমান প্রবাসীরা।
করোনাভাইরাসের দোহাই দিয়ে টিকেটের মূল্য আকাশচুম্বী করেও যথাযথ সময়ে ফ্লাইট পরিচালনা করতে পারছেনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ওমান থেকে ঢাকাগামী বিমানের শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে প্রবাসীরা। সপ্তাহে হাতে গোনা কয়েকটি ফ্লাইট চলাচলের কারণে বাংলাদেশে ছুটি কাটাতে আসা প্রবাসীরা সময় মতো ফিরে যেতে পারবেন কিনা, সেটা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
রিটার্ন টিকেট করেও অনেকে সিট পাচ্ছেন না। আবার যারা রিটার্ন টিকেট করতে পারেননি তাদের কাছে চাওয়া হচ্ছে কয়েক গুণ বেশি দাম। এদিকে অনেক প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে আসায় চরম উদ্বেগের মধ্যে দিন পার করছেন তারা। সময়মত কাজে যোগ দিতে না পারায় চাকরি হারানোর আশঙ্কা তো আছেই। তার ওপর বিদেশে গিয়ে নতুন চাকরি সন্ধানের সুযোগটিও পাবেন কিনা সেটা নিয়েও দেখা দিয়েছে সংশয়।
নিউজ-৪
করোনার কারণে উট দৌড় উৎসব স্থগিত করলো ওমান
ওমানের ঐতিহ্যবাহী বাৎসরিক উট দৌড় উৎসব করোনার কারণে এবছরও স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ এক বিবৃতিতে জানানো হয়, সুপ্রিম কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দেশের বর্তমান পরিস্থিতিতে ১৮তম বার্ষিক উট দৌড় উৎসবটি বাতিল করা হয়েছে। তাই এবারের বার্ষিক উৎসবটি স্থগিত করা হলো। সুপ্রিম কমিটির সিদ্ধান্ত মেনে নিয়ে উট মালিক এবং তাদের সাথে জড়িত ব্যক্তিরা এই বছরের তাদের বার্ষিক উৎসবটি স্থগিত করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই উৎসব স্থগিত থাকবে বলে জানিয়েছে সুপ্রিম কমিটি।
নিউজ-৫
ওমানে অনুমতি ছাড়া দেয়ালে ছবি আঁকলে জরিমানা
অনুমতি ছাড়া বাড়ির বাইরের দেয়াল বা সম্মুখভাগে ছবি আঁকালে ১০০ ওমানি রিয়াল জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে ওমানের দক্ষিণ আল বাতিনা পৌরসভা। আজ এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
নিউজ-৬
নাগরিকদের বহির্বিশ্বে না যাওয়ার পরামর্শ ওমান সুপ্রিম কিমিটির
করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় নাগরিক ও প্রবাসীদের ওমান ছেড়ে অন্যকোনো দেশে ভ্রমণ না করার জন্য আহ্বান জানিয়েছে ওমান সুপ্রিম কমিটি। একই সাথে সবাইকে সকল প্রকার স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে। ওমান টিভির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভ্রমণের ক্ষেত্রে নাগরিক এবং প্রবাসীদের জন্য আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানিয়েছে কমিটি।
এদিকে অপর এক বিবৃতিতে সুপ্রিম কমিটি জানিয়েছে এখনো ওমানের কর্মস্থল বন্ধ ঘোষণা করা হয়নি। কর্মীদের জন্য কর্মস্থলে যাওয়া বন্ধ ঘোষণা করা হয়েছে এই ধরণের সংবাদকে গুজব হিসেবে আখ্যায়িত করেছে কমিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post