নিউজ-১
আরো এক সপ্তাহের জন্য বাড়লো ওমানের সীমান্ত বন্ধের সময়সীমা
ওমানে করোনাভাইরাস নিয়ন্ত্রণে দেশটির স্থলবন্দর আরো এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত দেশটির সকল স্থলবন্দর বন্ধ থাকবে। দেশটিতে করোনার নতুন স্ট্রেন ছড়িয়ে পরার পর থেকে সুপ্রিম কমিটি সকল স্থলবন্দর বন্ধের ঘোষণা করে। রবিবার ওমান সুপ্রিম কমিটির এক বৈঠকে এই মেয়াদ আরো এক সপ্তাহ বাড়িয়ে দেওয়া হয়।
দেশটির সুপ্রিম কমিটি জানিয়েছে, “চলমান সিদ্ধান্তগুলো দেশ ও নাগরিকদের করোনা মহামারি থেকে রক্ষা করার জন্য ও এই ভাইরাসের বিস্তার রোধে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বর্তমানে দেশটির করোনা পরিস্থিতি, সংক্রামিত রোগীর সংখ্যা, আইসিইউ ও হাসপাতালের ওয়ার্ডগুলিতে ভর্তি হওয়া রোগীর সংখ্যা উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পাচ্ছে বলে উল্লেখ করা হয়। এর প্রধান কারণ হিসেবে দেশের নাগরিক এবং প্রবাসীরা বর্তমানে সঠিকভাবে স্বাস্থ্যবিধি না মানাকে দায়ী করে সুপ্রিম কমিটি।
নিউজ-২
বকেয়া পরিশোধের মেয়াদ বাড়ালো ওমান চেম্বার অফ কমার্স
ওমান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ওসিসিআই) সদস্যপদের নবায়ন ফি’র বাবদ বকেয়া ছাড়ের মেয়াদ বাড়ানোর অনুমোদন দিয়েছে। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ওসিসিআই। নতুন এই ঘোষণা অনুযায়ী ওসিসিআই’র বেশ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে এই ছাড়ের মেয়াদের মধ্যে তাদের বকেয়া পরিশোধ করার জন্য বলা হয়েছে।
বিবৃতিতে আরো জানানো হয় যে, ‘‘চেম্বারের সদস্যপদ নবায়ন ফি বাবদ বকেয়া পরিশোধের মেয়াদ আগামী ৩১শে মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। চলতিবছরের পহেলা জানুয়ারি পর্যন্ত এই মেয়াদ বাড়ানো হয়েছিলো। দ্বিতীয়বারের মতো আগামী ৩১শে মার্চ পর্যন্ত এই ছাড়ের মেয়াদ বাড়ানো হয়েছে।
নিউজ-৩
এবার শিক্ষা সেক্টরে ওমানিকরণের সিদ্ধান্ত নিলো ওমান
ওমানে শিক্ষকতা পেশায় শতভাগ ওমানিকরণের সিদ্ধান্ত নিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। রোববার (২৪-জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানায়। মন্ত্রণালয়ের জানিয়েছে, “গত বৃহস্পতিবার দেশটির শিক্ষা মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়ের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে শিক্ষামন্ত্রী ডাঃ মাদিহা বিনতে আহমেদ আল শায়বানি শ্রমমন্ত্রী ড. আহমেদ বিন সাইদি বাউইনকে জানিয়েছেন দেশটির শিক্ষাখাতে শিক্ষকতা পেশাকে শতভাগ ওমানিকরণ করা হবে। বৈঠক চলাকালে ওমানি শিক্ষকদের প্রস্তুতি ও নিয়োগের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের প্রচেষ্টা পর্যালোচনা করা হয়। এ সময় শিক্ষকতা পেশাকে উন্মুক্ত করার পরিকল্পনা এবং ওমানি শিক্ষকদের প্রবাসী শিক্ষকের জায়গায় প্রতিস্থাপনের পরিকল্পনাসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।”
নিউজ-৪
কোয়ারেন্টানের মেয়াদ কমালো ওমান
ওমানে কমে আসলো কোয়ারেন্টাইনে থাকার মেয়াদ। ১৪ দিনের মেয়াদের পরিবর্তে ৭ দিন করা হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছে, কোনো যাত্রী ওমানে এসে ৭ দিন কোয়ারেন্টাইনে থেকে ৮ম দিন পিসিআর পরীক্ষা করিয়ে ফের ৭ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে চায় না। তাই নাগরিকদের অনীহা দূর করতে ও সকলকে কোয়ারেন্টাইনের মেয়াদ মেনে চলার জন্য এই মেয়াদ কমানো হয়েছে।
তিনি বলেন, অষ্টম দিন পিসিআর’র পরীক্ষার মাধ্যমে পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করে বিমানবন্দরে পৌঁছানোর পরে যাত্রীদের আবারও সাত দিনের কোয়ারেন্টাইনের প্রয়োজন নেই। টাইমস অফ ওমানকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, যে সকল যাত্রীরা বিমানবন্দর দিয়ে ওমানে আসছেন তাদের অবশ্যই ৮ম দিন পিসিআর পুনরায় পরীক্ষা করে তার ফলাফল প্রকাশ না পাওয়া পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে ওমানে আসা যাত্রীদের ৭ দিনের জন্য কোয়ারেন্টাইন মেনে চলা বাধ্যতামূলক। তবে যারা সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে ছিলেন তাদের জন্য বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টাইন মেনে চলতে হবে।”
নিউজ-৫
আগামী এপ্রিল থেকেই নতুন শ্রম আইন কার্যকর করবে ওমান
ওমানে মার্চ মাসের শেষের দিকে বা এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে কার্যকর হতে যাচ্ছে নতুন শ্রম আইন। শ্রমিক বান্ধব এবং স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করার লক্ষ্যে উৎপাদনশীলতার মান বাড়াতে নতুন এই আইন প্রণয়ন করা হবে বলে ধারণা করছেন সবাই।
নতুন আইনের বিষয়ে ওমানের শ্রমমন্ত্রী ডাঃ মাহাদ বাউয়াইন ওমান টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, “একজন ব্যক্তির উচিত উৎপাদনশীলতা এবং সম্পাদিত কাজের উপর ভিত্তি করে কাজের পরিবেশ পরিমাপ করা।
সরকারী ও বেসরকারি খাতের মধ্যে সুবিধা একত্রিত করারও পরিকল্পনা রয়েছে। বেতন, ছুটি এবং কাজের সময়সীমার ক্ষেত্রে দুটি খাতের মধ্যে কাজকে আরও কাছাকাছি নিয়ে আসা হবে। এগুলি নতুন শ্রম ও সিভিল সার্ভিস আইন গুলিতে নির্ধারিত হবে। যা মার্চ মাসের শেষে বা এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে কার্যকর করা হবে বলে আশা করা যাচ্ছে।”
নিউজ-৬
ওমানে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসীর মৃত্যু
ওমানের আল ওস্তা প্রদেশে হায়মা নামক এলাকায় ট্রাকে আগুন লেগে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে ওমানের হাইমাতে এই দুর্ঘটনা ঘটে। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির পাবলিক অথোরিটি ফর সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স (প্যাকডা)। নিহত প্রবাসী এশিয়ান নাগরিক উল্লেখ করলেও কোন দেশের নাগরিক তা জানা যায়নি। এ ব্যাপারে ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ মিজানুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করেও কোনো তথ্য মেলেনি।
নিউজ-৭
ওমানে উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পাচ্ছে করোনা
ওমানে মহামারী করোনায় নতুন আক্রান্তের সংখ্যা ২০৯ এবং মৃত ১ জন। সোমবার (২৫-জানুয়ারি) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত সহ এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ২৫৩ জন এবং নতুন ১ জনের মৃত সহ মোট মৃতের সংখ্যা ১ হাজার ৫২২ জন। মোট সুস্থের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৩৩৪ জন। আজ সুস্থ হয়েছেন মাত্র ৭২ জন।
গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৬ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৮২ জন। যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন ৩১ জন।
বর্তমানে দেশটিতে সংক্রামিত রোগীর সংখ্যা, আইসিইউ ও হাসপাতালের ওয়ার্ডগুলিতে ভর্তি হওয়া রোগীর সংখ্যা উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পাচ্ছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে বাংলাদেশে আজ করোনাভাইরাসে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৬০২ জনের দেহে করোনা শনাক্ত হয়।
এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ৩২ হাজার ৪০১ জন। সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৫৬৬ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৬ হাজার ৯৭৯ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post