ওমানের ওয়াদি কবিরে বন্দুকধারীর গুলিতে অন্তত ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। সোমবার দিবাগত রাতে ওয়াদি কবিরের একটি মসজিদের পাশে গণজমায়েতে এই হামলার ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে কয়েক শ মানুষ উপস্থিত ছিলেন, যাদের বেশিরভাগই ছিলেন পাকিস্তানি। একটি ভিডিওতে গুলির সময় লাব্বাইক ইয়া হুসেইন আওয়াজ শোনা গেছে
প্রবাস টাইমের কাছে আসা তথ্য অনুসারে, এদিন আশুরাকে কেন্দ্র করে মসজিদের পাশে জড়ো হয় শিয়াপন্থি কয়েকশ মানুষ। আচমকা একজন বন্দুকধারী এলোপাতারি গুলি ছুঁড়তে শুরু করলে লণ্ডভণ্ড হয়ে যায় পুরো জমায়েত। জীবন বাঁচাতে যে যার মত ছোটাছুটি করতে থাকেন। এরমধ্যেই অনেকে গুলিবিদ্ধ হন। পুরো ঘটনার আকস্মিকতা আন্দাজ করা গেছে ভুক্তভোগী এক পাকিস্তানির বর্ণনায়…
বিষয়টি নিশ্চিত করে ইতোমধ্যে বিবৃতি দিয়েছে রয়্যাল ওমান পুলিশ। জানায়, পরিস্থিতি সামাল দেয়ার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া কেনইবা এই ঘটনা ঘটলো তার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post