করোনা মোকাবেলায় ওমান সুপ্রিম কমিটির সিদ্ধান্ত লঙ্ঘন করে মাস্ক পরিধান না করার দায়ে এক প্রবাসীকে তিন মাসের কারাদণ্ড এবং ওমানের ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার রায় প্রদান করেছেন ওমানের আদালত।
এক বিবৃতিতে ওমানের পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, “দেশটির উত্তর আশ শারকিয়াহ প্রদেশে এক প্রবাসী মাস্ক না পরার দায়ে তিন মাসের কারাদণ্ড এবং দেশ থেকে নির্বাসনের আদেশ দেওয়া হয়েছে। তবে সেই প্রবাসী কোনো দেশের নাগরিক তা জানায়নি পুলিশ।”
আরো পড়ুনঃ ওমানে প্রবাসীদের নিয়োগকর্তা পরিবর্তনের মেয়াদ বাড়লো
উল্লেখ্য: বিশ্বব্যাপী মহামারী করোনার নতুন স্ট্রেন (সংক্রমণ) ছড়িয়ে পড়ায় পুনরায় লকডাউন ঘোষণা করছে অনেক দেশ। এমতাবস্থায় আপাতত লকডাউন ঘোষণা না করলেও বেশ কড়াকড়ি আরোপ করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান।
দেশটির সুপ্রিম কমিটির সিদ্ধান্ত লঙ্ঘন করে জনসমাগম করা, মাস্ক ব্যবহার না করা অনেক বড় অপরাধ হিসেবে ধরা হয় এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে মোটা অংকের জরিমানা সহ প্রবাসীদের ভিসা বাতিল করে দেশে পাঠিয়ে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post