ওমানে নিয়োগকারীরা তাদের প্রতিষ্ঠানের প্রবাসী কর্মীদের এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর, মজুরি সংশোধনসহ প্রতিষ্ঠানটি ওমানিকরণের মেয়াদ বাড়ানো হয়েছে।
দেশটির শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, নিয়োগকারীদের তাদের প্রতিষ্ঠানের প্রবাসী কর্মীদের সঠিক তথ্য জানানোর মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী ২৬ জানুয়ারির মধ্যে সকল নিয়োগকারী তাদের প্রতিষ্ঠানের প্রবাসী কর্মীদের তথ্য শ্রম মন্ত্রণালয়কে জানাতে হবে।
শ্রম মন্ত্রণালয় আরো জানিয়েছে, এই সময়ের মধ্যে নিয়োগকর্তা তাদের প্রতিষ্ঠানে প্রবাসী কর্মীদের সঠিক সংখ্যা জানাতে হবে। এছাড়াও প্রতিটি প্রতিষ্ঠান ওমানিকরণ করতে হবে। এছাড়াও প্রবাসী কর্মীদের মজুরি সংশোধন ও এক নিয়োগকারী থেকে অন্য নিয়োগকারীর কাছে স্থানান্তর করতে পারবেন।
এদিকে দীর্ঘদিন বন্ধের পর ধীরে ধীরে পুনরায় অনলাইন পরিষেবায় ফিরছে ওমানের শ্রম মন্ত্রণালয়। কারিগরি জটিলতার কারণে পরিষেবা কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছে বলে জানিয়েছে এক বিবৃতিতে। এতে উল্লেখ করা হয়, জটিলতার কারণে বেশ কিছুদিন ধরে অনলাইন পরিষেবা বন্ধ রেখেছিলো। আশা করা যাচ্ছে দ্রুতই এই সেবা আবার সম্পূর্ণরূপে চালু করা হবে।”
আরো পড়ুনঃ প্রবাসীদের মরার উপর খাড়ার ঘা
মন্ত্রণালয়ের অনলাইন সেবা বন্ধ হওয়াতে চরম ভোগান্তিতে পড়েন প্রবাসীরা। বিশেষকরে আউটপাশ গ্রহণকারী প্রবাসী এবং পতাকা (রেসিডেন্স কার্ড) নবায়নকারী প্রবাসীরা। প্রযুক্তিগত সমস্যার কারণে অনেকের কাজেই নেতিবাচক প্রভাব পড়েছে। এই সমস্যাগুলোর জন্য মন্ত্রণালয় গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post