প্রবাসীদের বেতন ও চাকরির নিরাপত্তা প্রশ্নে বিশ্বের দ্বিতীয় সেরা দেশ নির্বাচিত হয়েছে সৌদি আরব। ২৪ তম স্থানে রয়েছে ওমান।
সম্প্রতি অভিবাসী বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনসের জরিপে এসব তথ্য উঠে এসেছে। ২০২৪ সালের তালিকায় সৌদি আরব ছাড়াও প্রথম ২০ দেশের তালিকায় আছে সংযুক্ত আরব আমিরাত এবং কাতার।
দ্য এক্সপ্যাট ইনসাইডার ২০২৪ নামে এই জরিপে অংশ নেন ১৭৪টি দেশে বসবাসকারী ১২ হাজারের বেশি অভিবাসী। দেশগুলোতে অভিবাসীদের অভিজ্ঞতা, জীবনযাত্রার মান, ব্যক্তিগত স্বচ্ছলতা, কাজের পরিস্থিতি, সার্বিক সন্তুষ্টির মাত্রা প্রভৃতি বিষয় বিবেচনা করে বিভিন্ন বিষয়ে র্যাংকিং প্রস্তুত করা হয়।
এর মধ্যে বেতন ও চাকরি নিরাপত্তা সাব-ক্যাটাগরিতে একটি দেশের অর্থনীতি, চাকরির নিরাপত্তার পাশাপাশি অভিবাসী কর্মীরা কাজের বিনিময়ে যথেষ্ট বেতন পাচ্ছেন বলে মনে করছেন কি না, সেগুলো বিবেচনা করে র্যাংকিং নির্ধারণ করে ইন্টারন্যাশনস। জরিপের অন্যান্য ক্যাটাগরির মধ্যে সম্ভাবনায় কর্মসংস্থানের বিবেচনায় ওমান ১৪ তম স্থানে রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post