১২ বছর পর মধ্যপ্রাচ্যের দুই দেশ সৌদি আরব ও সিরিয়ার মধ্যে বাণিজ্যিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে। কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের পর ২০১২ সালে বন্ধ হয়ে যায় দুই দেশের বিমান চলাচল। স্থানীয় সময় বুধবার (১০ জুলাই) সৌদি আরব এবং সিরিয়ার মধ্যে বাণিজ্যিক ফ্লাইট ফের শুরু হয়। খবর আরব নিউজের।
দামেস্ক থেকে দেশটির রাষ্ট্রীয় সংস্থা সিরিয়ান এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ১৭০ যাত্রী নিয়ে রিয়াদে অবতরণ করে। এর মধ্যে দিয়ে রুটটি সচল হয়েছে।
রিয়াদে সিরিয়ার রাষ্ট্রদূত আয়মান সুসান বলেছেন, দুই রাজধানীর মধ্যে প্রতি সপ্তাহে একটি রাউন্ড-ট্রিপ ফ্লাইট পরিচালনা করতে সম্মত হয়েছে দুই দেশ।
সিরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা সুলেমান খলিল বলেছেন, চাহিদার ভিত্তিতে জেদ্দা এবং দাম্মামের বিমানবন্দরগুলোকে কভার করার জন্য সরাসরি রুটটি প্রসারিত করা যেতে পারে।
এর আগে চলতি বছরের ২৮ মে ১২ বছর পর চালু হয় সিরিয়া থেকে সৌদি আরবগামী সরাসরি হজ ফ্লাইট। সেদিন ২৭০ জন হজযাত্রী নিয়ে সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থেকে সৌদির জেদ্দা শহরের উদ্দেশে ছেড়ে যায় প্রথম হজ ফ্লাইটটি।
সিরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা সুলেইমান খলিল এ তথ্য নিশ্চিত করে বলেন, সামনের দিনগুলোতে আরও ফ্লাইট যাওয়া-আসা করবে।
২০০৯ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক বৈরিতায় রূপ নিতে শুরু করে। এর ধারবাহিকতায় একসময় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়, বন্ধ হয়ে যায় সরাসরি ফ্লাইটও।
২০২৩ সালের মে মাসে আরব লীগের সম্মেলনে যোগ দিতে ১৩ বছর পর রিয়াদ সফরে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সেই সফরে সৌদি নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেন তিনি। তার ওই সফরের পর কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে একমত হয় রিয়াদ-দামেস্ক।
তবে ঐকমত্যে পৌঁছানোর পরও দামেস্কে এতদিন কোনো রাষ্ট্রদূত পাঠায়নি রিয়াদ। এরপরই দামেস্কে শিগগিরই রাষ্ট্রদূত পাঠানোর ঘোষণা দেয় রিয়াদ। তারপর মঙ্গলবার থেকে চালু হয় হজ ফ্লাইট।
এ বিষয়ে সুলেইমান খলিল বলেন, ‘২০১২ সালে স্থগিত হওয়ার পর মঙ্গলবার থেকে দুই দেশের মধ্যে ফের সরাসরি হজ ফ্লাইট চালু হচ্ছে। আপাতত শুধু হজের সময়ে এই ফ্লাইট চলবে। হজের শেষ হওয়ার পরও তার ধারাবাহিকতা ধরে রাখা যায় কিনা তা নিয়ে আমাদের এবং সৌদি কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post