বিশ্বব্যাপী চলছে করোনার ভয়াবহ তাণ্ডব। মহামারীর দ্বিতীয় ঢেউ থেকে রক্ষা পেতে ইতিমধ্যেই অনেক দেশ পুনরায় লকডাউন ঘোষণা করেছে। তবে ভিন্ন চিত্রের দেখা মিলছে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে। দেশটিতে ক্রমান্বয়ে কমছে করোনা সংক্রমণ। গত ৩দিনে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৫২৬ জন এবং মৃতের সংখ্যা ৩ জন।
রবিবার (১৭-জানুয়ারি) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৭৯০ জন এবং মোট সুস্থের সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৬৭ জন। নতুন ৩ জনের মৃত সহ মোট মৃতের সংখ্যা ১ হাজার ৫১২ জন। দেশটিতে মোট সুস্থতার সূচক ৯৪.১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৩ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৬৯ জন। যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন ২১ জন। গত ৩ দিনে নতুন সুস্থ হয়েছেন ৪৭৪ জন রোগী। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে আজথেকে (১৭-জানুয়ারি) ওমানে শুরু হলো করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান। এক বিবৃতিতে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, “করোনা ভ্যাকসিনের জাতীয় টিকাদান কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের এই ডোজ প্রদান করা হবে। প্রথম পর্যায়ে ভ্যাকসিন গ্রহণকারী ২৪ হাজার ২০৪ জন ব্যক্তিদের লক্ষ্যেই এই টিকা কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
দ্বিতীয় পর্যায়ে টিকাদান প্রক্রিয়াটি সফলভাবে চলার জন্য আবারও কেন্দ্রীয় পর্যায়ে এবং বিভিন্ন প্রদেশের স্টেকহোল্ডারদের প্রচেষ্টা চালিয়ে যাবার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
আরো পড়ুনঃ ওমানে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশী আহত
দ্বিতীয় পর্যায়ে করোনা ভ্যাকসিন প্রদানে প্রথম পর্যায়ে টিকাদান কার্ড আনতে হবে। প্রথম পর্যায়ে টিকা নেওয়া ব্যক্তিরাই শুধুমাত্র এই টিকা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন বলে জানানো হয়েছে। করোনা প্রতিরোধে জাতীয়ভাবে এই টিকা কার্যক্রম শুরু হলো দেশটিতে। খুব শীঘ্রই ওমানের সকল প্রদেশে এই টিকাদান কর্মসূচী শুরু হবে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post