কুয়েতের গৃহকর্মীদের ২০ নম্বর ভিসা অর্থাৎ ‘খাদেম ভিসা’ পরিবর্তন করে ১৮ নম্বর ভিসা ‘শন-বেসরকারি খাত ভিসা’ করার সুযোগ দেবে দেশটির সরকার।
শনিবার (৬ জুলাই) কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারি জনশক্তি বিভাগের চেয়ারম্যান শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
আগামী ১৪ জুলাই থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত যারা কুয়েতের নাগরিকদের বাড়িতে ড্রাইভার, বাবুর্চি, দারোয়ানের কাজ করেন, তারা ‘২০ নম্বর খাদেম আকামা’ থেকে ‘১৮ নম্বর শন আকামা’ অর্থাৎ প্রাইভেট সেক্টর ভিসা পরিবর্তনের সুযোগ গ্রহণ করতে পারবেন।
তবে নতুন এই নিয়মে স্থানান্তরের জন্য বেশ কিছু শর্ত দেয়া হয়েছে। শর্ত হিসেবে বলা হয়েছে, ভিসা পরিবর্তনের জন্য অবশ্যই নিয়োগকর্তার (কফিলের) অনুমোদন লাগবে এবং গৃহকর্মীদের নিয়োগকর্তার সঙ্গে নূন্যতম এক বছর কাজ করতে হবে।
এছাড়া ভিসা পরিবর্তন করতে হলে ৫০ কুয়েতি দিনার ফি পরিশোধ করতে হবে এবং প্রতি বছর বাড়তি আরও ১০ দিনার করে ফি দিতে হবে।
এর আগে, শেখ ফাহাদ আল-ইউসুফ আল-সাবাহ এক বৈঠকে বেসরকারি খাতে (ভিসা ১৮) কাজের ভিসায় গৃহকর্মী ভিসা (ভিসা ২০) স্থানান্তরের ওপর নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে তুলে নেয়ার জন্য একটি খসড়া আইন প্রস্তুত করতে জনশক্তি কর্তৃপক্ষকে দায়িত্ব দেন।
ওই বৈঠকে শ্রম অভিবাসন খাতকে গতিশীল ও সুসংহত করার লক্ষ্যে বৈদেশিক কর্মসংস্থান নীতি নিয়ে আলোচনা হয়। কুয়েতে বিভিন্ন সেক্টরে কর্মরত প্রায় তিন লাখের মতো প্রবাসী বাংলাদেশি আছেন। যাদের বড় একটি অংশ গৃহকর্মী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post