ভারতে পায়ের আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক শিশুর গোপনাঙ্গে অস্ত্রোপচারের অভিযোগ উঠেছে। দেশটির মহারাষ্ট্রে স্থানীয় একটি হাসপাতালে এমন ঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগ, চিকিৎসকরা পায়ের বদলে গোপনাঙ্গে অস্ত্রোপচার করেছেন।
স্থানীয় গণমাধ্যম বলছে, মহারাষ্ট্রের শাহাপুর এলাকার স্থানীয় এক হাসপাতালে এই ভুল অস্ত্রোপচারের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী শিশুটির পরিবার শাহাপুর থানায় ওই হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, অস্ত্রোপচারের দিন শিশুটি ছাড়াও একই বয়সের আরও তিনজনের অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। যে কারণে তারা বিভ্রান্তিতে পড়ে পায়ের আঘাতের স্থানের পরিবর্তে ভুলে নয় বছর বয়সী শিশুটির গোপনাঙ্গে অস্ত্রোপচার করেন।
এদিকে, চিকিৎসকরা দাবি করেছেন, তারা পায়ে অস্ত্রোপচারের পাশাপাশি সঠিকভাবে শিশুটির খৎনা করেছেন। কারণ, ছেলেটির পুরুষাঙ্গের আবরণ ত্বকে সমস্যা ছিল। তবে অভিযোগের পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
জানা গেছে, ভুক্তভোগী শিশুটির পরিবার বসবাস করেন শাহাপুরের সারাভালি গ্রাম। তার পরিবারের দেয়া তথ্য অনুযায়ী, গত মাসে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করার সময় পায়ে আঘাত পায় শিশুটি।
পরে চিকিৎসার জন্য নিয়মিত হাসপাতালে যেতে হতো ওই শিশুকে। তার আঘাতের কারণে পায়ে সংক্রমণের উপক্রম হয়েছিল। পরে গত ১৫ জুন শিশুটিকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হাসপাতালের চিকিৎসক স্বপ্নীল ওই অস্ত্রোপচার করেন বলে জানিয়েছে ভুক্তভোগী শিশুটির পরিবার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post