টুইটার বস ইলন মাস্ক এবার আরেক মার্কিন ধনকুবের বিল গেটসকে প্রকাশ্যে হুমকি দিলেন। ওয়াল স্ট্রিট বিনিয়োগকারীদের একটি দল ইলন মাস্ককে ‘টেসলা ভাল্লুক’ বলে অভিহিত করেছেন।
এমন মন্তব্যের জন্য ইলন মাস্কের কাছে সামাজিক মাধ্যম এক্স-এ একজন ব্যবহারকারী প্রতিক্রিয়া জানতে চান। আর সেখানেই তিনি বিল গেটসকে হুমকি দিলেন। খবর নিউ ইয়র্ক পোস্ট।
মঙ্গলবার (২ জুলাই) মাস্ক বলেন, ‘টেসলা যদি একবার অটোমেটিক (স্ব-ড্রাইভিং) গাড়ি উৎপাদনে সক্ষম হয় এবং সেটা যদি অনেক পরিমাণে উৎপাদন করতে পারে; তবে যে কেউ যে অবস্থানেই থাকুক না কেন তাকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এমনকি বিল গেটসও।’
ব্লুমবার্গের তথ্য অনুসারে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষে রয়েছেন মাস্ক। তিনি ২৫২ বিলিয়ন ডলারের মালিক। তালিকার আট নম্বরে অবস্থান করছেন বিল গেটস। তার সম্পদের পরিমাণ ১৫৮ বিলিয়ন ডলার।
উল্লেখ্য, ২০২২ সালে মাস্কের জীবনী লেখক ওয়াল্টার আইজ্যাকসনের সঙ্গে বাজি ধরেছিলেন বিল গেটস। সে সময় তিনি চ্যালেঞ্জ করে বলেছিলেন, ভবিষ্যতে টেসলার শেয়ারের দাম কমে যাবে।
পরে অবশ্য এসব বিষয় নিয়ে মাস্কের সঙ্গে বিল গেটসের মেসেজ আদান-প্রদান হয় এবং গেটস তার এই বক্তব্যের জন্য ক্ষমাও চেয়েছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post