বিশ্বের অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্য মালদ্বীপে অবৈধভাবে ডলার বিক্রির অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। অধিকতর তদন্তের জন্য গ্রেফতারকৃত বাবুল মিয়া ও মোহাম্মদ মোকচণ্ডালীকে ইমিগ্রেশন বিভাগের হেফাজতে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার দেশটির ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, বুধবার রাতে রাজধানী মালে শহরে এটিএম বুথের কাছে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইমিগ্রেশন ও পুলিশের সহায়তায় সম্প্রতি ডলারে লেনদেনকারী ৬ বাংলাদেশিকে গ্রেফফতার করে দেশে ফেরত পাঠানো হয়েছে।
মালদ্বীপে বসবাস করা প্রবাসী বাংলাদেশিদের আইন মেনে চলার ও কোনো ধরনের বেআইনি কাজে যুক্ত না হওয়ার জন্য অনুরোধ করেছেন দেশটিতে বাংলাদেশ মিশনের কাউন্সিল শ্রম সোহেল পারভেজ।
অবৈধ অভিবাসীদের সমস্যা মোকাবিলায় ইমিগ্রেশনের অভিযানের অংশ হিসেবে এ পর্যন্ত ১৮০০ জনেরও বেশি অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশিও রয়েছেন।
এছাড়া গত কয়েক মাসে শতাধিক ব্যক্তিকে ইমিগ্রেশন বিভাগের হেফাজতে নেয়া হয়েছে। অবৈধ অভিবাসীদের সমস্যা সমাধানে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। অবৈধ অভিবাসীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের জন্য ‘কুরাঙ্গি’ নামে একটি বড় অভিযান চলছে।
মালদ্বীপে বাংলাদেশ মিশন থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়- সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, মালদ্বীপে বসবাসরত কিছু সংখ্যক প্রবাসী নাগরিক মাদক, জুয়া, মারামারি, হুন্ডি ইত্যাদি অপরাধমূলক কাজে লিপ্ত হচ্ছেন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হচ্ছেন।
এসব কাজের ফলে তিনি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ও দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। সবাইকে আইন মেনে চলার এবং অন্যকে সচেতন করার জন্য আবারও বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post