সম্প্রতি আসন ফাঁকা রেখে বিমানের যাত্রী পরিবহনের ঘটনা এবং অনলাইনে টিকিট না পাওয়ার বিষয়ে কথা বলেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নবনিযুক্ত এমডি মো. জাহিদুল ইসলাম ভূঞা। একইসময়ে তিনি বলেছেন, আগামী ১০ বছরের মধ্যে বিমানের বহরে নতুন ৩২টি এয়ারক্রাফট যুক্ত হবে।
নতুন এমডি বলেন, বিমানের অলাভজনক রুট চিহ্নিত করে যেসব রুটে চাহিদা বেশি সেখানে বেশি ফ্লাইট চালানোর পরিকল্পনা করছে বিমান। নতুন বিমান ক্রয়ের প্রসঙ্গে তিনি বলেন, আপাতত এয়ারবাস থেকে বিমান কেনা হবে পাশাপাশি বোয়িংয়ের প্রস্তাব বিবেচনা করা হবে।
এসময় বিমানের দুর্নীতি, টিকিটের অনিয়ম ও দুর্নীতি রোধে গণমাধ্যমের সহায়তা চান তিনি। বিমান এমডি বলেন, যাত্রীদের অভিযোগ অনলাইনে বিমানের টিকিট পাওয়া যায় না।
আবার আসন ফাঁকা রেখে বিমান যাত্রী পরিবহন করে। এ সমস্যা সমাধানে প্রয়োজনে অনলাইনে টিকিট উন্মুক্ত করা হবে। পাশাপাশি মনিটরিং করা হবে বিমানের টিকিট বিক্রি নিয়ে কেউ কারসাজি করে কিনা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের বিষয়ে বিমানের এমডি বলেন, বিমানবন্দর থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের জন্য প্রস্তুত বিমান।
বিভিন্ন দেশের অধিকাংশ বিমানবন্দরে যারা ন্যাশনাল ক্যারিয়ার বা তাদের সিস্টার্স কনসার্ন, তারাই দায়িত্ব পালন করে। সেই হিসেবে বিমান এটা দাবি করে।
তিনি বলেন, বিমানে দুর্নীতির কোনো সুযোগ নেই। এর আগে এখানে যারা দুর্নীতি করেছেন, তাদের শাস্তি পেতে হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post