মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আজও নিম্নমুখী রয়েছে করোনা সংক্রমণ। মঙ্গলবার (১২-জানুয়ারি) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে আজ নতুন আক্রান্তের সংখ্যা ১৬৪ জন এবং মৃত শূন্যের কোঠায়। গতকালও দেশটিতে কোনো মৃতের সংবাদ পাওয়া যায়নি। বিশ্বব্যাপী করোনার ভয়াবহ তাণ্ডব চললেও নিম্নমুখী রয়েছে ওমানের করোনা পরিস্থিতি।
দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৯৪৪ জন এবং মোট সুস্থের সংখ্যা ১ লাখ ২৩ হাজার ১৮৭ জন। যা মোট আক্রান্তের ৯৪.১ শতাংশ রোগী এখন সুস্থ।
করোনায় ওমানে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৫০৮ জন। আজ দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৯ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৫৮ জন।
যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন ২৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ১৬৩ জন রোগী। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে আজ বাংলাদেশেও কমেছে করোনায় আক্রান্ত এবং মৃত। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত হয়েছে ১৬ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৮১৯ জন। গত ২৪ ঘণ্টায় আরও ৭১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ২৪ হাজার ২০ জন।
আরো পড়ুনঃ দায়িত্ব পালনের এক বছর পূরণ করলেন ওমানের সুলতান
মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৯৬৩ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৮ হাজার ৬৮১ জন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ১৩ লাখ ১৫ হাজার ৭৬ জন এবং মৃত্যু হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৮৭৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৫২ লাখ ৮৭ হাজার ১০২ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post