রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালনের এক বছর পূরণ করলেন ওমানের সুলতান হাইথাম বিন তারেক। ২০২০ সালের ১০ জানুয়ারি তৎকালীন ওমানের সুলতান কাবুসের মৃত্যুর পর ১১ জানুয়ারি ক্ষমতায় বসেন সুলতান হাইথাম বিন তারেক। আজ তার ক্ষমতা গ্রহণের এক বছর পূর্ণ হলো।
তার নেতৃত্বে ওমানের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক কাঠামোর উন্নয়নসহ টেকসই উন্নয়ন আজ অগ্রমুখী। মজলিস আশ শূরার যুব ও মানবসম্পদ কমিটির প্রধান ইউনুস বিন আলী আল মান্ধারি সুলতান হাইতাম বিন তারিখের প্রশংসা করে বলেন, দেশকে উন্নয়নে ধাবিত করা ও ভিশন ২০৪০-এর দিকে আমাদের এগিয়ে যেতে সুলতানের পরিকল্পনা বৈচিত্র্যময়।
দেশের টেকসই অর্থনীতি এবং সঠিক মানদণ্ড স্থাপনের পরিকল্পনা খুব চমৎকার। গত এক বছরে ওমানের উন্নয়নে সুলতান অনেকগুলি নতুন আইন খসড়া করেছেন। রাজ্যের সকল কাঠামোর পুনর্গঠনে তিনি বেশ অবদান রেখেছেন।
তিনি আরো বলেন, ‘‘সুলতান বিভিন্ন রয়্যাল ডিক্রি ও মন্ত্রীপরিষদের সিদ্ধান্তের মাধ্যমে ভিশন ২০৪০ এর প্রস্তুতি নিয়েছেন। পাশাপাশি সরকারী সংস্থাগুলিকে একীভূতকরণ, দেশের উন্নয়নে সঠিক পরিকল্পনা বাস্তবায়নে তার জুরি নেই। সুলতানের দর্শনে ওমানের সকল ক্ষেত্রে উন্নয়নে কাজ করার প্রত্যাশা করছি আমরা।”
ইউনুস বিন আলী আল মান্ধারি করোনা মহামারীতে সঠিকভাবে দেশ পরিচালনায় সুলতানের ভূয়সী প্রশংসা করেন। করোনা মোকাবিলায় তত্ক্ষণিক সুপ্রিম কমিটি গঠন, ভাইরাসের বিস্তার রোধে বিভিন্ন স্বাস্থ্যবিধি প্রণয়ন করে দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তার পরিকল্পনারও প্রশংসা করেন তিনি।
আরো পড়ুনঃ এয়ারপোর্টে নেমেই কান্নায় ভেঙ্গে পরেই ৫ ওমান প্রবাসী
নাগরিক ও প্রবাসীদের সুরক্ষা দেওয়া, করোনায় আক্রান্ত রোগীদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করা, দেশের অর্থনৈতিক উন্নয়ন বজায় রাখা, দেশের প্রয়োজনে বিভিন্ন সময় নতুন কমিটি গঠন করে দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি।
সুলতান হাইতাম বিন তারিখের দুইটি প্রধান অর্জনের কথা উল্লেখ করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের উপ-প্রধান জাসিম আল বালুশি বলেন, ওমানি নাগরিকদের কঠোর পরিশ্রম করতে উত্সাহ দেওয়া এবং বৈদেশিক বিনিয়োগের পরিমাণ আগের থেকে উন্নত করার সকল প্রচেষ্টার জন্য সুলতানের প্রশংসা দেশটিতে বৃদ্ধি পেয়েছে।
আরো পড়ুনঃ ওমানে দুইটি পদে প্রবাসী কর্মীদের কাজে নিষেধাজ্ঞা
আমরা ওমানকে গড়ে তুলতে খুব কঠোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আধুনিক রেনেসাঁ হওয়ার পর থেকে আমরা আমাদের অর্জনগুলি উদযাপন করতে পারবো। আমাদের দেশ ও আমাদের সুলতান মহামান্য হাইথাম বিন তারিকের প্রতি ভালবাসা প্রদর্শন করি। পাশাপাশি প্রয়াত মহামান্য সুলতান কাবুস বিন সাইদ বিন তাইমুরের উত্তরাধিকারকে স্মরণ করি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post