ওমানের মন্ত্রীপরিষদের জারি করা নিষেধাজ্ঞা অনুযায়ী এই বছর থেকে দেশটির দুইটি পদে প্রবাসী কর্মীরা কাজ করার সুযোগ পাবেন না বলে জানিয়েছেন ওমানের শ্রমমন্ত্রী ডঃ মাহাদ বিন সাইদ বিন আলী ভাওয়াইন। রয়েল ডিক্রি ৩/২০২১ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
ডিক্রি’র ১ম অনুচ্ছেদ বলা হয়েছে, ওমানে বেসরকারি খাতে নিম্নলিখিত পেশাগুলোতে শুধুমাত্র ওমানী নাগরিকরাই কাজ করার সুযোগ পাবেন। এই ক্ষেত্রগুলো আর প্রবাসী কর্মীরা কাজ করতে পারবেন না। ক্ষেত্র দুইটি হলো: ১. জ্বালানী স্টেশন ম্যানেজার, ২. চশমা ও অপটিকসের দোকান।
আরো পড়ুনঃ বড় প্রতিষ্ঠানে ওমানি সুপারভাইজার বাধ্যতামূলক করলো ওমান
বর্তমানে এই দুইটি খাতে কর্মরত প্রবাসীদের কাজের মেয়াদ শেষ হওয়ার পর থেকে এই খাতে আর কোনো প্রবাসী কর্মীরা কাজের সুযোগ পাবেন না। একই সাথে তাদের এই কাজে কোনো ভিসা নবায়ন করা হবে না। তবে বর্তমানে যেসব প্রবাসী এই ২ টি সেক্টরে কর্মরত আছেন, তারা তাদের ভিসার মেয়াদ শেষ না হওয়া নাগাদ কাজ করতে পারবেন বলে জানিয়েছেন মন্ত্রী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post