নিয়ম মেনে ওমানের ভিসার জন্য আবেদন করলে মাত্র এক থেকে চার সপ্তাহের মধ্যে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকার ওমান দূতাবাস জানিয়েছে, অনুমোদিত ক্যাটাগরিতে উপযুক্ত বিবেচিত হলে তারা তথ্য যাচাই-বাছাই করে সর্বোচ্চ চার সপ্তাহের মধ্যে ওমানের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করবে।
এছাড়া ভিসা আবেদন গ্রহণ এবং ইস্যুর ব্যাপারে তারা রয়াল ওমান পুলিশের সঙ্গে সমন্বয় করবে। সম্প্রতি ঢাকার ওমান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশিদের ওপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞা থেকে কিছু নির্দিষ্ট শ্রেণীকে অব্যাহতি দিয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, ফ্যামিলি ভিসা ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোয় বসবাসরত বাংলাদেশী নাগরিকদের ভ্রমণ ভিসা নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক ও বিনিয়োগকারীদের ভিসার ওপর থেকেও। অফিশিয়াল ভিসা ও আর্থিক সক্ষমতাসম্পন্ন পর্যটকদের ভিসাও নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।
গত বছরের ৩১ অক্টোবর বাংলাদেশী নাগরিকদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করে দেয় ওমান। ভিসা নিষেধাজ্ঞার পর ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছিল, এ নিষেধাজ্ঞা সাময়িক।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর হিসাব অনুযায়ী, ২০০৪-২০২৪ সাল পর্যন্ত দেশ থেকে ১৬ লাখ ৫৩ হাজার ৩৪৩ জন ওমানে গেছেন, যা বিদেশে অবস্থানরত বাংলাদেশী শ্রমিকের ১৩ দশমিক ২০ শতাংশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post